আমি কয়েকটি সমস্যায় একই সাথে ভূগতেছি। যারা পারেন দয়া করে সাহায্য করলে খুশী হবো।
আমি ডেল ব্র্যান্ডের কোর২ডু কম্পিউটার ব্যবহার করছি। ১ গিগা র্র্যাম।
সমস্যা নং- ১ ঃ এ পর্যন্ত আমার মাদারবোর্ডের সিমস ব্যাটারী প্রায় ২০ বার পরিবর্তন করেছি।
কিন্তু কোনটাই ৩ দিনের বেশী যায় না। ৩ দিন পর সিমস ব্যাটারী লো দেখাতে থাকে। ম্যাক্সেল থেকে শুরু করে এমন কোন কোম্পানী নাই যে ব্যাটারী ব্যবহার করি নাই। কিন্তু প্রথম ৩ দিন ভালই। ৩ দিন পর থেকেই ব্যাটারী লো দেখায়।
সমস্যার কোন সমাধাণ বুঝতেছি না।
সমস্যা নং- ২ ঃ গত প্রায় ২০ দিন যাবৎ এ সমস্যায় ভুগছি। কম্পিউটার অন করলে প্রথমে ডেস্কটপ পর্যন্ত আসে তারপর রিস্টার্ট মারে। এভাবে দু তিনবার রিস্টার্ট মারার পর ঠিক হয়। আবার প্রথমবার কম্পিউটার রিস্টার্ট মারার সঙ্গে সঙ্গে কম্পিউটার বন্ধ করে আবার অন করলে তখন আর রিস্টার্ট মারে না।
কম্পিউটার সারাদিন চালালেও আর রিস্টার্ট হয় না। সুন্দরভাবে চলতে থাকে। আমার মেশিনে ক্যাসপারস্কি এন্টি ভাইরাস আপগ্রেড সহ দেয়া আছে। তাই সমস্যা কি ধরতে পারছি না।
সমস্যা নং- ৩ ঃ মনে করুন আমি সামুর ব্লগের ৪র্থ পাতায় গিয়ে একটা লেখার মধ্যে ঢুকে পুরো লেখাটা পড়ে কমেন্ট করলাম।
এবার সেখান থেকে বের হয়ে ৪র্থ পাতাতেই ফিরে আসতে চাই, প্রথম পাতায় যেতে চাই না। সেক্ষেত্রে কি ব্যাক ক্লিক করা ছাড়া আর কোন উপায় আছে? উপরে তো শুধু প্রথম পাতায় যাওয়ার অপশন দেয়া থাকে। কিন্তু ব্যাক ক্লিক করে পূর্বের ৪র্থ পাতায় ফিরে যাওয়াও ঝামেলা। অন্য কোন পদ্ধতি থাকলে জানতে চাই।
সমস্যা নং- ৪ ঃ সামু ব্লগে এ পর্যন্ত যত লেখায় আমি যত কমেন্ট করেছি তা কি একসাথে দেখার কোন উপায় আছে? আমি আমার সবগুলো কমেন্ট দেখতে চাই।
টেকনিক্যাল কোন ভাই অথবা কর্তৃপক্ষ সমাধান করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।