আমাদের কথা খুঁজে নিন

   

জুরাইন ট্রাজেডি: শফিকুল কবিরসহ ৫ আসামী গ্রেফতার

ভাষা ধর্ম বর্ণ আর আভিজাত্যে বিশ্ব আজ বহুধা খণ্ডিত। কেউ প্রথম বিশ্বের, কেউ তৃতীয় বিশ্বের। কেউ হিন্দু কেউ মুসলমান কেউবা হিন্দু.....এত জটিলতায় কাজ নেই। আমি মানুষ এবং একজন বাঙালি এটাই হোক আমার পরিচয়। এতেই আমি গর্বিত।



ঢাকা, ২১ জুন (শীর্ষ নিউজ ডটকম): রাজধানীর জুরাইনে মা ও তার ২ সন্তানের আত্মহত্যা প্ররোচণা মামলায় সাংবাদিক শফিকুল কবিরসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শীর্ষ নিউজ ডটকমকে তিনি আরো বলেছেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্যে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। গ্রেফতারকৃত আসামিরা হলেন: শফিকুল কবির, তার স্ত্রী নুর বানু, মেয়ে সুখন কবির, কবিতা কবির ও জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারি। সকালে আসামিদের পক্ষে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি আব্দুস সামাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান শফিকুল কবিরের জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারি।

কিন্তু আদালত তার জামিন আবেদন নাকচ করে দেয়। পরে ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। গত ১১ জুন সাংবাদিক শফিকুল কবিরের জুরাইনের বাসা থেকে তার পুত্রবধূ ফারজানা কবির রীতা, তার ছেলে পাবন ও মেয়ে পায়েলের মৃতদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ । এ ঘটনায় নিহত রীতার মা মাজেদা বেগম বাদি হয়ে শ্বশুর শফিকুল কবির ও স্বামী রাশেদুল কবিরসহ ৮ জনকে আসামি করে কদমতলী থানায় একটি হত্যা প্ররোচণা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি গাড়ি চালক আল আমিনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

মামলার অপর দুই আসামি নিহত রীতার স্বামী রাশেদুল কবির ও তার কথিত স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে এখনো গ্রেফতার করা যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।