আমার অন্য সকল খেলার মধ্যে সবচেয়ে বেশী পছন্দ করতাম দোকান দোকান খেলা। বোধহয় এই খেলার মজাটা আমি এখনো ছাড়তে পারি নাই।
এটা খেলার সুযোগ পেতাম যখন নানা আমাদের বাসায় আসতেন। নানা বাসায় আসলেই আমাকে মোটা অংকের টাকা দিতেন । এটা দিয়ে আমি শুরু করতাম বাসার সিড়ি ঘরে দোকান দারী।
আমার কাষ্টমার বাসার অন্য বাচ্চারা। আমার মাথায় এখনো একটা ব্যাপার এখনো স্পষ্ট না । আমি বিশ টাকার মাল আমার দোকানে উঠানোর পর সারাদিন দোকানদারী করে আমার হাতে কেন ১৫ টাকার বেশী থাকত না।
আমাদের বাসার অবস্খা যে বেশী ভাল ছিল না এটা আমি এখন বুঝতে পারি । আমার আব্বা আম্মা আমাকে কোন দিনই সংসারের কষ্ট বুঝতে দেন নাই ।
কিন্তু যখন বুঝতে পারলাম কেন যানি নিজেকে অপরাধী মনে হয়। আমার উপর তাদের আশাছিল অনেক .... আমি তার কিছুই পূর্ন করতে পারছি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।