আমি যাকে চাই সে কেন আমার হয় না,যে আমাকে চায় আমি কেন তার হই না।
আজ সাস্ট(SUST) এ ল্যাবে গিয়ে একটা সহজ ট্রিক্স ব্যবহার করলাম। হাল্কা পাতলা ভাবে তা-ই শেয়ার করছি।
যারা সাস্টে পড়েন খেয়াল করেছেন নাকি যে সেন্ট্রাল ল্যাবে ইন্টারনেট থেকে ডাইনলোড খুবই ঝামেলা (কোনো কোনো দিন)। স্পীড খুব ই কম থাকে।
দেখা যায় একটা ফাইল ডাউনলোড দিলেন, স্পীড খুব ই কম (ধরা যাক ৫-১০ কেবিপিএস)। এর বেশী আর বাড়তেই চায় না। অথচ মজার ব্যাপার যে এই অবস্থায় আরেকটা ডাউনলোড দিলেন, তাও ৫-১০ kbps)। স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন আসবে যে কারন টা কি? আসলে আমাদের মতন ইউজারদের ডাউনলোড অত্যাচার থেকে বাঁচতে ভার্সিটি কর্তৃপক্ষ প্রতিটা কানেকশনের সর্বোচ্চ স্পিড লিমিটেড করে রাখছে ।
এখন আমি আপনি সবাই কি আর তাদের নিয়মের বেড়াজালে আটকে থাকব? না, একদম ই না।
তাই দরকার ফায়ারফক্স আর এর ৫০০ কে.বি. সাইজের একটা এড-অন। যার নাম 'DOWN THEM ALL'.
এটি আসলে একটা ডাউনলোড ম্যানেজার(manager) এবং একই সাথে এক্সিলারেটর(accelerator)। যা একই ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে একাধিক কানেকশন তইরী করে ফাইলটা কে ৪-৮ টা ভাগে ভাগ করে ডাউনলোড করতে থাকে। অনেকটা windows এর IDM, ORBIT,FLASH GET, BIT COMET ইত্যাদির মত। উবুন্টু তে কোনো ডাউনলোড এক্সিলারেটর দেয়া থাকে না।
তাই এই পদ্ধতি ব্যবহার করা সবচে ভাল।
আজ আমি এই সফট (এড-অন) টা ব্যবহার করে দেখেছি। সবাই যেখানে "স্পীড এত কম, এত কম" করে করে মাথার চুল ছিঁড়েছে, আমি তখন ডাউনলোড করেছি ২৫ কেবিপিএস থেকে ১১০ কেবিপিএস গতিতে। যদিও ব্রাউজিং স্পিড আগের মতই স্লো......(হে হে)।
এটি ডাউনলোড করতে Tools menu থেকে Addons এ যান, তার পর Search box এ 'DOWN THEM ALL' লিখে এন্টার দেন।
কিছুক্ষনের মধ্যেই চলে আসবে আর লিস্ট থেকে সফটটিকে ইন্সটল দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।