আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার- উপর থেকে দেখা, সময়কে ফিরিয়ে আনা.........

shamseerbd@yahoo.com
আমাদের লংড্রাইভ শেষ পর্যন্ত লংজার্নিতে গিয়ে শেষ হল প্রায় ৪০০ কিলো পথ পাড়ি দিয়ে। ঠিক দশবছর দুইমাস পর আমরা আবার একসাথে ঘুরতে বের হলাম। পথে চিটাগং থেকে তুলে নিলাম জুয়েলকে। কক্সবাজার পৌঁছে আবাস হল সেখানকার সবচেয়ে উঁচুতে থাকা লাইট হাউস এর গেস্ট হাউসে। দশ বছর আগে সেবার আমরা গিয়েছিলাম সেন্টমার্টিন অভিযানে, সে উৎসাহ ছিল অন্যরকম একটা নতুন কে ছুঁয়ে দেখার নেশা, ট্রলারে করে উত্তাল সাগর পাড়ি দেয়ার সে রোমান্স ভুলবার নয়। আড্ডা দিতে দিতে সেদিন হঠাৎ মনে পড়ল এর পর আমরা একসাথে আর ঘুরতে বের হইনি, নানা ব্যস্ততায় এক হওয়া হচ্ছিলনা। অনেকটা জোড় করেই যেন আমরা সময়কে ধরতে চাইলাম, সফলও হলাম । পাঁচ বন্ধু আবার এক সাথে , এক দশক পর !!!! স্টুডেন্ট লাইফটা যেন ফিরে এসেছিল সেদিন সৈকতে। সন্ধ্যার পর সাগরে দাপাদাপি, আগে দূর থেকে দেখা সেই লাইট হাউজের একেবারে উপরে উঠে বসে থাকা, কলাতলী থেকে ইনানী, যখন যেথায় ইচ্ছা থেমে যাওয়া, মনের মত গান গাওয়া, হইচই সারাদিন আর আনন্দ.....জীবন যখন যেমন, ইচ্ছে মত লেখার কবিতার খাতা আমার...........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।