প্রতিদিন
বুবুজানের পুরা বার্তা পড়ার জন্য বিডিনিউজে ক্লিকান:
ভোটের রায়ের সুষ্ঠু প্রতিফলন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সারারাত জেগে থাকার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, "কিন্তু, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণ আমাদের ক্ষমতায় বসিয়েছে। এজন্য, এই সরকার জনগণের অধিকার ও নির্বাচনে জনগণের রায় প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। "
রায় পরিবর্তন প্রচেষ্টা রুখতে আমরা চাটগাঁর জনগণ সত্যিই জাইগা ছিলাম। হ।
নইলে খুচাই দেখতারেন আমার হেই রাতের পোষ্ট: চট্টগ্রাম স্ট্যাডিয়াম থিকা ব্লগিং: ছাত্রলীগের শ্লোগান "ভোটচুরির নির্বাচন মানি না"। ওবায়দুল কাদের কইসেন: "আমরা জনগণের রায়ের প্রতি বিনম্রচিত্তে মাথানত করছি"। লোকটা ভরকাই গেসে এবং এইরূপ বাক্যেল জন্য প্রধানমন্ত্রী এবং দলীয় নেতৃত্ব থিকা ধমকি খাইসে। আসলে কথাটি হৈবে: "আমরা জনগণের প্রতিরোধের মুখে অনন্যোপায় হয়ে মাথানত করছি। নইলে ভোলার নির্বাচন কি দেখো নাই বাছারা?"।
হাঁছাই। আম্বালিগ শক্তের ভক্ত, নরমের যম। মানুষের উত্তাল প্রতিরোধে শেষতক ফলাফল পরিবর্তন থিকা পলায়ন করতি বাধ্য হৈসে সরকার ও নির্বাচন কমিশন। তাই হেইদিন মধ্যরাতের পর থিকা জনতার তোপের মুখে আবার ফলাফল ঘোষণা শুরু করতি বাধ্য হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।