আমাদের কথা খুঁজে নিন

   

মনজুর আলমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশকে ভালবাসা

মনজুর আলমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মনজুর আলমকে তাঁর সমর্থকদের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের। আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের গণতন্ত্রপ্রিয় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্তমান সরকারের সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকারের চমৎকার উদাহরণ। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার বাংলাদেশকে আধুনিক ডিজিটাল দেশে পরিণত করার ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.