আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের মেয়র মনজুর বিএনপি চেয়ারপারসনের ৩৬ তম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট ঢাকা, ৪ জুলাই : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নিয়োগ দেয়া হয়েছে। গঠনতন্ত্রে চেয়ারপারসনের ক্ষমতায় বুধবার তাকে এ নিয়োগ দেন বেগম খালেদা জিয়া। দলের যুগ্ম-মহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। এম মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের ৩৬ তম সদস্য হলেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সংখ্যা ছিল ৩৫ জন।

২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার দীর্ঘ দিনের রাজনৈতিক গুরু সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মনজুর আলম মেয়র নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি তার পুরোনো দল আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। মনজুর আলম ১৯৯৪ সাল থেকে তিনবার নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৫৩ সালের ২ রা জুলাই চট্টগ্রামের পাহাড়তলীতে জন্মগ্রহণ করেন মনজুর আলম। শিল্প ও ব্যবসা বাণিজ্যে তার ইতোমধ্যে বেশ খ্যাতি রয়েছে।

উত্তর কাট্টলীর কাউন্সিলর থাকাকালে মনজুর আলম তিনবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে সাদা মনের মানুষ পদক এবং ২০০৯ সালে মাদার তেরেসা স্বর্ণপদকসহ অসংখ্য সম্মাননা পান চট্টগ্রামের এই কৃতি সন্তান। http://www.barta24.net ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.