আমাদের কথা খুঁজে নিন

   

নতুন মেয়রকে শুভেচ্ছা এবং শুভেচ্ছা এই সরকারকেও গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য


ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বিশাল ব্যবধানে হারিয়ে বন্দরনগরীর মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দল বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম। তিনবার মেয়র পদে বিজয়ী মহিউদ্দিনকে ৯৫ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন উত্তর কাট্টলি ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর মনজুর। মেয়র মনজুর আলম পেয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট। মহিউদ্দিন জাহাজ প্রতীকে ৩ লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট পেয়েছেন। সিসিসি নির্বাচনে ৫৪ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে একটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্র ছিলো ৬৭৪টি; ভোট কক্ষ ৪ হাজার ৭৪৮টি। ভোটগ্রহণ কর্মকর্তা ছিলেন ১৪ হাজার ৯১৮ জন। এর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৬৭৪ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৪৭৪৮ জন এবং পোলিং কর্মকর্তা ৯৪৯৬ জন। মহিউদ্দিনের এই পরাজয় এই সরকারের মহাবিজয় । গনতন্ত্রের বিজয় ।

বাংলাদেশ ইলেকশন কমিশনকে স্যাল্যুট দেই তাদের এই নিরপেক্ষ আচরনের জন্য । নতুন মেয়র বলেছেন - "তিনি (মহিউদ্দিন) আমার বড় ভাই, আমি তাকে শ্রদ্ধা করি। আমি তার কাছে গেলে তিনি তো আমাকে আর তাড়িয়ে দেবেন না। " ১০০ বার স্যালুট দেই নতুন মেয়রকে টার এই গনতান্ত্রিক আচরনের জন্য । আশাকরি বাংলাদেশে এই গনতন্ত্রের যাত্রা আরো সুদ্রিড় হোক ।

সেই সাথে বিএনপির কাছ থেকে একটা ম্যাচিউর রেসপনস আশা করি । গতরাতে আমির খসরূ , নোমান যে মিথ্যাচার শুরু করেছিল সত্যি ন্যাক্কারজনক । ধিক খসরূ ধিক নোমান । খালেদা জিয়া বলেছেন : "এই বিজয়ের মাধ্যমে সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। " খালেদা জিয়া কি উত্তর দেবেন -- সরকার যদি নির্যাতন নিপিরন করবে তবে গত রাতে নির্যাতন-নিপীড়ন করে ভোটের রেজাল্ট পাল্টালোনা কেন ? ১৫ ই ফেব্রুয়ারীর নির্বাচনে খালেদা জিয়ার ভুমিকা কি ছিল ? এই সরকার কি সেরকম কিছু করতে পারতনা ? এই ইলেকশন কমিশন কি তা করতে পারত না ? এবার নিশ্চই খালেদা জিয়ারা ২৯ শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে যে মিথ্যাচারের পাহাড় গড়েছিল তা নিজেরাই ভাংবে এবং আশাকরি দেশের মানুষের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.