আমাদের কথা খুঁজে নিন

   

মারাত্মক একটা খেলা দেখালো Korea DPR... But BRAZIL won.... (সাথে একটা কবিতা ফ্রি...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

কোরিয়ার খেলাটা ছিল অসাধারণ+হাস্যকর।

তারা গোলপোস্টের সামনে এমনভাবে করে দাড়িয়েছে যে একটা দেয়াল তৈরী হয়ে গেছে। আমি সিউর যে বাড়িতে যাবার পরে সবার শরীরেই বড় বড় গোল গোল স্পট থাকবে। ব্রাজিলের কিক তারা শরীর দিয়েই ঠেকিয়েছে। মারাত্মক ডিফেন্স ভেঙ্গে ব্রাজিল জিতেছে। এইটাই অনেক বড়।

এটা একটা সংকেত্ও বটে। ব্রাজিলের অনেক কষ্ট করতে হবে ফাইনালে যেতে চাইলে। কিন্তু বিশ্বের সেরা দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পক্ষে সেটা কঠিন হবে বলে মনে হয় না। পুরো খেলাটাতেই মিস করেছি রোনালদিনহো'কে।

বুকে বল নিয়ে যে গোল দিয়ে দিতো। । । শুধু দূঃখ একটাই। শেষমেষ গোল খেল ব্রাজিল।

গোলটা না খেলে ভাল হতো... এইবার সেই কবিতাটা। মেসি এবং কাকাকে নিয়ে... কবিতাটা আমার খালাতো বোনের লেখা যে ব্রাজিলের সাপোর্টার। এইবার ক্লাস এইটে পড়ছে। । ।

নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেধেছে, ঐ পাড়েতে মেসি ভাইয়া হাঁগতে বসেছে; কে দেখেছে? কে দেখেছে?? কাকা দেখেছে, কাকার পায়ে বল ছিল কিক মেরেছে; উহু!! মেসির বড্ড লেগেছে........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.