আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাজমা চিকিৎসায় সূর্যের আলো

অ্যাজমা চিকিৎসায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি। যুক্তরাজ্যের কিংস কলেজের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।
ভিটামিন ডির অন্যতম উত্স হচ্ছে সূর্যের আলো। শরীরে ভিটামিন ডি কমে গেলে অ্যাজমার উপসর্গ মারাত্মক আকার ধারণ করে।

আর অ্যাজমা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে সূর্যের আলো থেকে আসা ভিটামিন ডি। অবশ্য গবেষকেরা এখনো এ নিয়ে কোনো পরীক্ষা চালাননি।
অ্যাজমা রোগীরা নাসারন্ধ্র বন্ধ থাকার কারণে শ্বাসকষ্টে ভুগতে থাকেন। চিকিত্সকেরা স্টেরয়েড-জাতীয় ওষুধ দিয়ে অ্যাজমার চিকিৎসা করেন। তবে অনেক ক্ষেত্রেই এ-জাতীয় ওষুধ কার্যকর প্রভাব ফেলে না।


এ প্রসঙ্গে গবেষক ক্যাথরিন হাউরিলোয়িজ জানিয়েছেন, যাঁদের শরীরে ভিটামিন ডির উপস্থিতি বেশি, তাঁরা সহজেই অ্যাজমা নিয়ন্ত্রণ করতে পারেন।
জার্নাল অব এলার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজিতে এ বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষকেরা অবশ্য সতর্ক করে দিয়েছেন, পর্যাপ্ত সূর্যের আলো ভিটামিন ডির উৎস এবং শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত সূর্যের আলো শরীরের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.