আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর ব্রঙ্কিয়াল অ্যাজমা

Mahmood Khan

ব্রঙ্কিয়াল অ্যাজমা কি? শ্বাসনালি হাইপারসেনসিটিভ হওয়ার কারণে তা যে কোনো ভাইরাল অ্যালার্জি বা অন্য কোনো কারণে শ্বাসনালিতে ইনফ্লামেশন অর্থাৎ ফুলে সরু হয়ে যায়। ফলে মিউকাস নিঃসরণ শুরু হয় এবং বাতাস পর্যাপ্তভাবে ফুসফুসে পৌঁছতে পারে না। এই অবস্থাটিই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। সাধারণত পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা বেশি হয়ে থাকে। তবে ছোটবেলায় অ্যাজমা থাকা মানে তা বড় হয়েও অ্যাজমার সমস্যাটি থেকে যাবে এটি একটি ভুল ধারণা।

সঠিক সময়ে চিকিৎসা করালে ব্রঙ্কিয়াল অ্যাজমা ঠিক হয়ে যায়। কারণগুলো- অ্যালার্জি যেমন- ধুলাবালি, অতি ঠা-া কিংবা অতি গরম, ফাঙ্গাস ইত্যাদি। খাদ্য যেমন- ডিম, দুধ, কিছু মাছ ইত্যাদি গৃহপালিত প্রাণীর সংস্পর্শ পরিবারের সদস্যদের ধূমপান। শ্বাসতন্ত্রে ভাইরাস প্রদাহ ওষুধ অত্যধিক শারীরিক পরিশ্রম দুর্বল ইমিউনিটি সিস্টেম পরিবারে কারো এ রোগ থাকা অতিরিক্ত ঠা-া বাতাস। লক্ষণগুলো স্প্যাসমোডিক কাফ অর্থাৎ একনাগাড়ে কাশি হওয়া।

শ্বাস নিতে কষ্ট হওয়া। বুকে চাপ অনুভব করা। শ্বাস নেয়ার সময় বুকে শাই শাই শব্দ। সর্দি থাকতে পারে। সর্দির সঙ্গে ক্রমাগত হাঁচি।

রাতে কাশতে কাশতে ঘুম ভেঙে যাওয়া নাক ও চোখ চুলকাতে পারে। প্রচ- শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হওয়া। সমস্যা কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ থাকতে পারে। অ্যাজমার আক্রমণ কমাতে করণীয় শিশুর ঘর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে যেন ভ্যাপসা ভাব অর্থাৎ ভ্যাপসা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বাড়িতে কুকুর কিংবা বিড়াল পোষা একেবারেই অবাঞ্ছনীয়। বাচ্চাকে ঠান্ডা পানি কিংবা খাবার খেতে দেবেন না। কোল্ড ড্রিংকস খেতে চাইলে তা রুম টেমপারেচারে এনে তারপর খেতে দেবেন। ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীত-গ্রীষ্মের সন্ধিক্ষণে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বর্ষার সময় শিশুর বাড়তি যত্ন নিন।

কোন কোন খাবারে শিশুর অ্যালার্জি তা নির্ণয় করতে হবে। ঘরে এয়ার ফ্রেশনার কিংবা মশা মারার স্প্রে ব্যবহারে সতর্ক থাকতে হবে। শিশুকে অযথা গন্ধযুক্ত বডি লোশন, পাউডার, সাবান কিংবা পারফিউম দেবেন না। বড়দের পারফিউম সাবধানে ব্যবহার করতে হবে। চিকিৎসা চিকিৎসার আগে রক্ত পরীক্ষা ও বুকের এক্স-রে করে নেয়া প্রয়োজন।

শিশুর অন্যান্য রোগ সম্পর্কেও সঠিক ধারণা থাকতে পারে। অ্যাজমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসাই হচ্ছে ইনহেলার থেরাপি। শিশুদের ক্ষেত্রে এটা ভালো ও দ্রুত কাজ করে। পাশাপাশি অ্যান্টি-ইনফ্লামেশন ও প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ওষুধও দেয়া হয়ে থাকে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.