আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদা তোমাকে ভাবি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

সর্বদা তোমাকে ভাবি শাফিক আফতাব..................... সর্বদা তোমাকে ভাবি__ফুলের দিকে মুখ করে চেয়ে থাকি কী সুন্দর ফুটে থাকো__ সৌন্দর্যের অপার আভাসে বাতাসে ভাসে ঘ্রাণ মদির রাতের পুলকিত ছন্দে তোমাকে কাছে ডাকি___ আহা তোমার জন্য আজ রাতে কেমন করছে মন আনচান। তুমি নেই__ মেরুণ ফতুয়ার বুক চিরে লকলকে ঘাসে জমে শিশির যুবক দেহের স্পর্শে বস্ত্রবসন থেকে ঝুর ঝুর পড়ে কামনা ফুল এদিকে রাত্রি যতই হয়ে আসে কামনামুখর আর গভীর___ হাওয়ার হাতে তোমার মুখে মুখে রেখে খুজিঁ উৎসমুল।

রাত্রি কাটে না__ সবর্দা আমন্ত্রণে ভোজসভায় যেতে আমি প্রস্তুত হতে থাকি সফেদ বিছানায় কল্পনার ফুলগুলো ফুটে মেলে থাকে পাঁপড়ি আচমকা আমার ভেতর তাণ্ডব আসে__ আসে ভয়ঙ্কর কালবৈশাখি___ এই মনে হয় কাছে এলে, ভালোবাসলে__ আহা ছায়াবাজি আলোআঁধারি। শিকারী মতোন তাক করে বসে থাকি__যদি জোটে আজ রাতের শিকার ; প্রিয়তমা অনুপমা আমার, আর না দূরে, কাছে আসো, বাজুক বীণার তার। ২৪.০৮.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.