আমাদের কথা খুঁজে নিন

   

দহনে সর্বদা তাপ নির্গত হয়



আমার বসন্ত জমা করে রেখেছি ডায়েরীতে বহুকাল আগে। আমাকে কোথাও খুঁজো না-পাবে না, যদি আঁধার পার করে আসো তাহলে দেখবে-আমায়। আমার বুকের ভেতর সব আগলে রেখেছি মানুষ যা চিন্ত করে,সেটাই তার জীবন শেষ সীমায় পৌছে মানুষ যা করে তা অন্যায় নয়, আমি আছি আধো ঘুম আধো জাগরনে আছি ভয়ে কখন যে শক্তিশালী মরন টা পিছু নেয় সাহসের সীমানা পার হতে পারব না আমি কিন্তু বন্ধি পাখীরাও একদিন খাঁচা ভেঙ্গে ফেলে মনের ভিতর সর্বদা জ্বলে লোভের আগুন। আমার জন্মের একদিন আগে ইশ্বর- আমার ভুগোল টা আবার নতুন করে এঁকেছিলেন তাই,কাছের এবং দুরের মানুষ নিয়ে বাঁধে জটিলতা! পরাজিত হতে হতে এখন আর জয়ী হতে ইচ্ছা করে না 'হিমি' একদিন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল- আমাকে বাঁচাও-, ভালোবাসা বুকে নিয়েই কেটে গেছে অনেক দিন অনেক রাত। ক'দিন ধরে বিকেল হলে উঁচু আকাশ আরো উঁচু মনে হয় একটি মানবী'র জন্য মন কাঁদে।

কোনো কিছুই ধরে রাখা যায় না কিন্তু আমি তোমাকে ধরে রাখব-আমার কবিতায়। অন্যের মুখ দেখে দেখে তোমাকেই মনে পড়ছে তোমাকেই বিকেল বেলা আকাশের দিকে তাকালে তোমাকে দেখতে পাই, তাই হাঁটি অনেকটা পথ একা একা। আমার কষ্ট হয় না। সমস্ত বিকেল জুড়ে থাকে সুখ। আমি ভাসতে থাকি।

হৃদয়ের এতো কাছে অথচ এতো দূরে একাকী শুয়ে আছি বলো,এখন কী করি? আমি কখনো ভুল করি না,আমি যা লিখি তাই'ই সঠিক এ নিয়ে কেউ আমাকে প্রশ্ন করো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।