দুর্বার প্রতিক
কখনো যদি কোনো ক্ষমতাবান প্রধানমন্ত্রী বা সেলিব্রিটি আমাকে আমার নাম ধরে ডাকে ( নাজমুল পিন্টু, কোথায় তুমি ??) তাহলে আমি অবস্যই একটা আজব তুষ্টি ও খুশিতে আত্মহারা হয়ে পরবো, আনন্দের আতিসজ্যে কেদেও ফেলতে পারি, "O My God ! O My God !! " বলতে বলতে মুখের ফেনাও উঠিয়ে ফেলতে পারি তাতে সন্দেহ নেই । পরক্ষণে ফলাফল :- নিজেকে ওই সমাজ বা দেশ আর সর্বপরি জগতের অন্যতম ক্ষমতাবান একজন মনে করা শুরু করা আর ধীরে ধীরে অহংকারী দাম্ভিক হয়ে ওঠা ।
এমন একটা সময় ছিল:- যখন আমার উর্ধতন কেও আমার দিকে তাকিয়ে থাকলে নিজের অজান্তেই আমার কাজে গতিশীলতা তো বাড়তই সাথে নিজের কাজেও থাকতাম আরো বেশি মনোযোগী । তাকে দেখানোর উদ্দেশ্যেই হোকনা কেন , শরীরের জোর ওই স্বল্প সময়ে একটু বেশিই ঢেলে দিতাম ।
আমি একটা ব্যাপার অন্ধকার রাস্তায় যাবার সময় সর্বদা কল্পনা করি (মজা লাগে ) :- কোনো একটি গাছের পাশে কেও একজন অন্ধকারে দাড়িয়ে আমার দিকে জ্বলজ্বল নজরে ক্ষীনও দৃষ্টিতে এক ধ্যানে চেয়ে আছে । যতবার ব্যাপারটা কল্পনা করি ততবার "অন্ধকারে একাকী আমি" বার বার চারপাশে ঘুরে তাকাই, অবশেষে কাওকে না পেলেও কেও আছে বা দেখছে ভেবে দ্রুত পথ চলা শুরু করি।
আপনাদের যদি বলা হয় :- " আপনার বা আমার "মাথার উপরের হালকা চাদরখানা" সরিয়ে দিলে আল্লাহ সুবহানাওয়াতালা আপনার বা আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন " এটা আপনি দেখতে পাবেন, তাহলে কথাটা বিশ্বাস করলেও অন্তরে পৌছাবে কিনা সন্দেহ আছে !! তার দৃষ্টিটা কিন্তু এক প্রখর ক্ষীন নজরে যা দুর্ভেদ্য।
রাজা মহারাজার দরবারে উপস্থিত আমি নিজেকে সর্বৌত্তম ভাবে উপস্থাপনের চেষ্টায় থাকি, কিন্তু রাজ ধীরাজ দের সর্বক্ষমতাবানের দরবারে দন্ডায়মান আমাদের হেলায় ফেলায় সময় Pass এর মতই হয়ে থাকে !!
আমি নিজেকে অনেকবেশী ভাগ্যবান মনে অরি এই ভেবে:- এই জগতে বাংলাদেশ, আমেরিকা আর যেকোনো দেশের অতি ক্ষমতাবান কোনো কোনো মানুষের মুখে আমার নাম উচ্চারিত না হলেও, এই সকল কিছুর অধিপতিকে স্বরণ করলে তিনি কিন্তু আমার নাম ঠিকই উচ্চারণ করেন, আমাকে নিয়ে কথা বলেন আসেপাশের মহান পবিত্র সৃষ্টিকুলের সাথে । আর এইভাবেই হয়তো একদিন আমিও সেলিব্রিটি বনে যেতে পারি যেখানে সেই মহান পবিত্র সৃষ্টিকুল আমার সাথে সাক্ষাতে হয়তো বলে উঠবে "ও মোর আল্লাহ ! ও মোর আল্লাহ !! ও মোর আল্লাহ !!! তুমি তাহলে সেই " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।