আমাদের কথা খুঁজে নিন

   

অসীম অরাজকতার সীমানা খুঁজে ফিরি



অসীম অরাজকতার সীমানা খুঁজে ফিরি সাইফ ইসমাইল অসীম অরাজকতা আমাদের গ্রাস করতে চলেছে খুঁজে ফিরছে সৌন্দর্যের ভেতরে লুকিয়ে থাকা চোরাগলি । একটুখানি ফোঁকর পেলেই সুঁই সেজে ফাল হয়ে বেরুবে বলে সে আজ তক্কে তক্কে আছে। আমাদের সমাজপতিরা বেশ আয়েশে আছেন আমরাও বসে নেই । নিজের আখের গোছানোর জন্যে মা'কেও বিকোতে পারি ডলার কিংবা পাউন্ডে পিচ্ছিল এই ফাঁক গলে অরাজকতা কখন যে গেড়ে বসেছে তার দিনক্ষণের হদিসও আমাদের জানা নেই জানা নেই কখন যে হারিয়ে ফেলেছি মানবিক মূল্যবোধ আজ যখন রিক্সাওয়ালা ভাড়া নেয়ার শর্তে সদর্পে বলে ওঠে '_ গাড়ীতে উঠন আর নামন দশ ট্যাকা' তখন আমাদের মুখগুলো লজ্জায় অপমানে কিংবা ক্ষোভে লাল হয়ে গেলেও কুলুপ খুলে বলতে পারেনা এ অন্যায়। ঘোরতর অন্যায়। আমরা চালের দাম আমাদের ইচ্ছামাফিক বাড়িয়েছি নিজেদের মাঝে বাটোয়ারা করেছি সব টেন্ডার লাজ লজ্জার মাথা খেয়ে ভাইয়ের নামে পাওয়ারপ্ল্যান্ট কিংবা ছেলের কল্যাণে সবগুলো খাম্বা বরাদ্দ করতেও আমাদের এতটুকু বিবেকে বাধেনি। খোদা ছাড়া সবকিছুরই নাকি শেষ আছে সীমা আছে আমাদের কৃতকর্ম আজ সীমাহীন অরাজকতার রূপ নিয়েছে। তবে কি এ অরাজকতার শেষ নেই? শয়তানরূপী অরাজকতা আর অন্যায়ের সীমানা কি অসীম? নিজের কাছেই এ প্রশ্নের উত্তর খুঁজে ফিরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।