আমাদের কথা খুঁজে নিন

   

রোববার বখাটে প্রতিরোধ র‌্যালিতে অংশ নিন: শিক্ষামন্ত্রী



স্কুল-কলেজে মেয়েদের উত্যক্তকারি বখাটে-সন্ত্রাসী প্রতিরোধ র‌্যালি-সমাবেশে অংশ নেয়ার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী রোববার দেশের সব জেলা-উপজেলায় এ র‌্যালি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সিলেটের গোপালগঞ্জে এক সুধী সমাবেশে বক্তৃতাকালে ওই র‌্যালিতে অংশ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সারা দেশে ঘৃণ্য বখাটেদের সংখ্যা নগণ্য হলেও বিভিন্ন স্থানে এরা এতোটাই বেপরোয়া যে, এদের অপতৎপরতায় অতিষ্ঠ হয়ে বেশ কিছু মেয়ের জীবন অকালে ঝরে গেছে। তারা মেয়েদের মা-বাবা-আত্মীয়দেরকে খুন করতেও দ্বিধা করছে না।

এদের প্রতিরোধের সময় এসেছে। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৩ জুন দেশব্যাপী শিক্ষা দিবস পালন করবে। এ দিবসের প্রতিপাদ্য হল-ছাত্রীদের নিরাপত্তায় বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ করুন। ওই দিন সকাল ৮টায় দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে র‌্যালি আয়োজন করা হবে। র‌্যালি পরবর্তী সমাবেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার শপথ গ্রহণ করা হবে।

এ বিষয়ে ইতিমধ্যে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনাপত্র, পোস্টার, লিফলেট ও স্টিকার পাঠানো হয়েছে। সমাবেশে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহম্মদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ, ফুটবল সংগঠক আলী আকবর ফকর প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে স্থানীয় এক ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন মন্ত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।