Thu, Jun 10th, 2010 7:36 pm BdST
তাইপে, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল বিশ্বকাপে প্লাস্টিক বোতল থেকে তৈরি পরিবেশবান্ধব জার্সি পরে মাঠে নামবে নয়টি দেশের ফুটবল দল।
দক্ষিণ আফ্রিকায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৯তম ফুটবল বিশ্বকাপ।
তাইওয়ানের তৈরি প্লাস্টিক জার্সি পরে মাঠে নামবে শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা ব্রাজিল, নেদারল্যান্ডস ও পর্তুগাল। এ কথা জানিয়েছে দ্বীপ রাষ্ট্রটির মন্ত্রীসভা। বাকি ছয়টি দেশের নাম অবশ্য বলেনি তারা।
একটি জার্সি তৈরি করতে লেগেছে আটটি বোতল। আগের পোশাকের চেয়ে এই জার্সি দ্রুত ঘাম শোষণ ও বিকিরণ করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।