পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
সাউথ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আজ বাংলাদেশী সময় রাত ১২ টায়। গোটা বিশ্বের চোখ থাকবে তাই জোহানেসবার্গে। শুধু ফুটবল ভক্ত'রাই নন, প্রাণীদের মধ্যেও বিশ্বকাপকে নিয়ে আগ্রহ বিরাজ করছে। বিশ্বকাপ ফুটবল ২০১০ কে প্রমোট করার জন্য অনেক চিড়িয়াখানায় ফুটবল বল নিয়ে প্রাণিদের পারফর্ম করানো হচ্ছে।
দেখুন না ওরা কেমন ফুটবলার-
১। তানজানিয়ার সেরেঙ্গাতি পার্কে জার্মানির পতাকার রং'র ফুটবল নিয়ে ব্যস্ত শিম্প্যাঞ্জী-
২। থাইল্যাণ্ডের চিয়াংমাই প্রদেশে দর্শকদের ফুটবল স্কিল দেখাচ্ছে এই হাতি-
৩। জাপানের ইয়োকোহোমার সী প্যারাডাইসের একটি একুরিয়ামে ফিশ ফুড ভর্তি একটি ট্রান্সপারেন্ট ফুটবলের চারপাশে সাতাঁর কাটছে মাছগুলো-
৪। লণ্ডন চিড়িয়াখানায় ইংল্যাণ্ড'র পতাকারঙ্গা বল নিয়ে খেলছে এই সিংহ-
৫।
লণ্ডন চিড়িয়াখানায় বল নিয়ে খেলছে দুটো সিংহী-
৬। ইংল্যাণ্ডে এক্সমুর চিড়িয়াখানায় ফুটবল বল নিয়ে অনুশীলনে ব্যস্ত বেজী প্রজাতির এই প্রানী-
৭। প্লেমাউথ ন্যাশনাল মেরিন একুরিয়ামে নিজের ট্যাংকে ফুটবল নিয়ে ব্যস্ত এই অক্টোপাস-
৮। সাউথ কোরিয়ার এভারল্যান্ড এমিউজমেন্ট পার্কে নিজ দেশের জার্সি পরে ফুটবল খেলছে পেঙ্গুইন দল-
৯। দক্ষিণ আফ্রিকায় বল নিয়ে খেলছে দুটো শকুন-
আরেকটা কথা, আফ্রিকার জঙ্গলের পশুপাখিরা কিন্তু চরম ফুটবলার।
বিশ্বাস না হইলে নিচের ভিডিও দেখেন। গোল পোস্ট আগলাইয়া আছে জিরাফ, হেডিং পজিশনে বুনো মহিষ, মাঝমাঠে সিংহ আর ডিফেন্সে হাতি। এদের সবার কোচ মনে হয় মুখপোড়া হনুমান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।