পারস্পরিক সুবিধাঃ উজ্জ্বল হলুদ মাছগুলো কচ্ছপের গায়ে লেগে থাকা শেওলা খেয়ে বেঁচে থাকে আর কচ্ছপ বিনিময়ে পায় একটি উত্তম স্নান।
সামুদ্রিক এক ধরনের উজ্জল হলুদাভ মাছ রয়েছে যাদের কাজ হচ্ছে তাদের সাথে থাকা সামুদ্রিক প্রাণীদের খানসামা সেবা প্রদান। এই সেবায় রয়েছে তাদের অর্থাৎ সামুদ্রিক প্রাণীদের শরীরকে পরিষ্কার করে দেওয়া। সামুদ্রিক প্রাণীদের মধ্যে কচ্ছপই হচ্ছে এই সেবা নিতে বেশ পারদর্শী, এরা নিজেদের কে পুরোপুরি সমুদ্রে থাকা হলুদাভ মাছেদের কে সমর্পন করে দেয় যাতে তারা অনায়াসে মসৃণভাবে তাদের শরীরমর্দন করতে পারে। অন্যদিকে এই মাছগুলো কচ্ছপের খোলসে জন্মানো শেওলাগুলো খেয়ে মহাপরিতৃপ্ত হয়।
লাইনে অপেক্ষায় আছেঃ হাওয়াই উপকূলের পরিষ্কার নীল জলে বিশেষ পরিচ্ছন্ন সেবা নিতে কচ্ছপদের সারিবদ্ধ অবস্থান।
যুক্তরাষ্ট্রের হাওহাই দ্বীপের পুয়াকোতে ডুব দেওয়া ফটোগ্রাফার ডগ পেরাইন মাছেদের এই ১৫মিনিটের পরিষ্কার-প্রক্রিয়ার ক্যামরাতে ধারণ করে।
পরিচর্যারত হলুদ মাছগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দলে এক কাছিম থেকে আরেক কাছিমকে সেবা দিতে থাকে।
৫৯ বছর বয়সী মিঃ ডগ পেরাইন জানাই, এই সম্পর্ক থেকে উভয় পক্ষ উপকৃত হয়।
এই ক্ষেত্রে হলুদাভ মাছগুলো খেতে পারে সহজে শেওলা খাবারগুলো আর কচ্ছপ পায় পরিষ্কার, মসৃণ খোল।
এভাবে এদের খোল থেকে শেওলা সরানো কাজের ফলে কচ্ছপকে টেনে নিতে সহজ হয়ে পড়ে।
এই পরিষ্কার পরিষেবায় ১৫ মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে, সেটা নির্ভর করে কচ্ছপের খোল এবং শক্ত চামড়া থেকে কতটুকু শেওলা খেয়ে সাবাড় করা যায় তার উপর।
একবার পরিস্কার কার্য সম্পাদন হলে, হলুদ মাছের ঝাঁক তাদের পরবর্তী গ্রাহকের অনুসন্ধানে নেমে পড়ে।
তথ্য সংগ্রহঃ দ্য ডেইলি মেইল।
লিঙ্ক দেখতে ক্লিক করুনঃ The real-life turtle wax: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।