সমুদ্রে হাজার হাজার প্রাণী বাস করে। এদের মধ্যে আছে অসংখ্য প্রজাতির কচ্ছপ, কুমির, হাঙ্গর, নীল তিমি প্রভৃতি। সামুদ্রিক প্রণীদের মধ্যে কে বেশী জোরে সাঁতার কাটতে পারে?
জলচর প্রাণীদের মধ্যে সোর্ড ফিস সব থেকে দ্রুতগামী। ঘনটায় এদের গতিবেগ ৯৫ কিলোমিটার (৬০ মাইল) পর্যন্ত পৌঁছাতে পারে।
এর পরের স্থান হলো সেইল ফিশের।
এরা সর্বোচ্চ ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) বেগে চলতে সক্ষম। টানি নামক একপ্রকার সামুদ্রিক মাছ ও রেইনবো ট্রাউট ঘন্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার (৪৭ মাইল)বেগে ছুটতে পারে। ডলফিনের বেগ ঘন্টায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) পর্যন্ত হযে থাকে।
এছাড়া অন্যান্য জলচর প্রাণীদের মধ্যে টারপান ৫৫ কিলোমিটার, হাঙ্গর ৪৫ কিরোমিটার, রুই ৩৫ কিলোমিটার, কাতলা ২৫ কিলোমিটার, নীল তিমি ও পাইন নামক বাইম মাছ ১৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। কিছু কিছু সামুদ্রিক প্রাণী আছে যারা ঘন্টায় ১০ কিলোমিটারেরও কম বেগে চলে।
বাগদা চিংড়ি, পোনা মাছ, ট্রেঞ্চ নামক পোনা মাছ, অক্টোপাস প্রভৃতি এদের অন্যতম। বৈঙ্গানিক পর্যবেক্ষণ থেকেই জলচর প্রাণীদের এই বেগ নির্ণীত হয়েছে। আর এই গতিবেগ উল্লেখিত জলচর প্রাণীগুলোর সর্বোচ্চ বেগ।
সংগ্রহ : ইন্টারনেট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।