আমাদের কথা খুঁজে নিন

   

গৃহপালিত প্রাণীদের প্রতিক্রিয়া

(c) নাসিফ চৌধুরী গৃহপালিত পশুপাখিরাও যদি তাদের বিভিন্ন দুর্ভোগ-দুর্দশা নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারত, কেমন হতো তাদের সেই প্রতিক্রিয়াগুলো? লিখেছেন: নাসিফ চৌধুরী (কাক নং ৭৯৯) গরুর প্রতিক্রিয়া মশার হাত থেকে আমাদের কে বাঁচাবে বর্তমানে গরুসমাজের জন্য সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে ‘মশা’। মশার কারণে আজ আমাদের টিকে থাকা দায়। মানবসমাজ তাদের দুই হাত দিয়ে মশা মেরে অন্তত কিছুটা হলেও শান্তিতে থাকে। কিন্তু আমরা? হাতের অভাবে লেজটাকে সব সময় ডিউটির ওপরে রাখতে হয়। তা ছাড়া শরীরের সব জায়গায় লেজ ঠিকমতো পৌঁছায়ও না।

সৃষ্টিকর্তা কি আমাদের লেজ দিয়েছেন মশা তাড়ানোর জন্য? আমাদের লেজের কি আর কোনো কাজ নেই? মশার কামড়ে অনেক গরুই বর্তমানে রক্তশূন্যতায় ভুগছে। তাই মশা নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধে কর্তৃপক্ষের সুনজর একান্ত কাম্য। ছাগলের প্রতিক্রিয়া বাজার ভেজাল খাদ্যে সয়লাব মানবসমাজে একটি কথা প্রায়ই শোনা যায়, ‘ছাগলে কী না খায়?’ একটা সময় পর্যন্ত কথাটির সত্যতা ছিল। কিন্তু বর্তমান সমাজব্যবস্থার প্রেক্ষাপটে এই কথাটি মোটেও উপযোগী নয়। বাজার ভেজাল খাবারের সয়লাব থাকায় ছাগলেরা চাইলেও সবকিছু খেতে পারে না।

কলার খোসা থেকে শুরু করে সকল প্রকার স্বাস্থ্যকর খাবারে ভেজাল। এর ফলে মাসের মধ্যে তিন দিনই ছাগলদের পেট খারাপ থাকে। তাই হু হু করে বেড়ে চলেছে ওরস্যালাইনের চাহিদা। আর ভেজাল খাদ্যের প্রভাবে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে ছাগলসমাজ। আমরা এই সমস্যার আশু সমাধান চাই।

আমরা দুর্বল ছাগলসমাজ চাই না। আমরা একটি শক্তিশালী ছাগলসমাজ চাই । বিড়ালের প্রতিক্রিয়া ধরাছোঁয়ার বাইরে ইলিশ মাছ কিছুটা রাগ, কিছুটা দুঃখ আর মনের মধ্যে পুষে থাকা কিছুটা অভিমান নিয়ে আমার এই প্রতিক্রিয়া। সেদিন আমার এক বছর বয়সী বাচ্চাটা স্কুল থেকে ফিরে জানতে চাইল, ‘মা, ইলিশ মাছের স্বাদ কেমন?’ আমি উত্তর দিতে পারিনি। শুধু তার মাথায় হাত বুলিয়ে বলেছি ‘এই জিনিস এখন মানুষও খেতে পায় না রে বাপ, তোরা কেমনে পাবি?’ ইলিশ মাছের চড়া মূল্যের কারণে আশপাশে মানুষদের বাসায় বছরে দু-একবার ইলিশ মাছ রান্না করা হয়।

তবে সেদিন সেখানে গড়ে তোলা হয় কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা, রাখা হয় কড়া নজরদারি। যাতে আমরা বিড়ালেরা প্রবেশ করতে না পারি। এ অবস্থা চলতে থাকলে বছরের পর বছর কেটে যাবে, সন্তানদের পাতে একটা ইলিশের কাঁটাও তুলে দিতে পারব না। একজন বিড়াল হিসেবে এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে? মোরগের প্রতিক্রিয়া কে দেবে আমাদের মোরগাধিকারের নিশ্চয়তা আজও পারলাম না। লজ্জায় মাথাটা হেঁট হয়ে আসছে।

ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেও কাজ হলো না। আমি ঘুম থেকে ওঠার আগেই বাসার সবাই উঠে গেল। বাসার ছেলেমেয়েদের সকাল নয়টায় স্কুল। জ্যামের কারণে বাসা থেকে বের হতে হয় সকাল সাতটায়। ঘুম থেকে উঠতে হয় তারও দুই ঘণ্টা আগে।

মানে পাঁচটায়। এদিকে রাতভর বাসায় উচ্চ স্বরে চলতে থাকা টেলিভিশনের টকশোগুলোর উত্তেজনায় ভরপুর আলোচনার অত্যাচারে ঘুমই আসে রাত দেড়টা-দুইটায়। এরপর কীভাবে এত ভোরে ঘুম থেকে ওঠা সম্ভব? বর্তমানে সকালে দেরি করে উঠে আর ডাকাডাকি করার সাহস পাই না। পাছে লোকে যদি আমাকে লজ্জা দেয়? তবে বুঝতে পারছি, আমার এই ধারাবাহিক সাফল্যহীনতায় আমার মনিবরা খুবই অসন্তুষ্ট। খুব শিগগির হয়তো তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে মেতে উঠবে নারকীয় পৈশাচিক উল্লাসে।

আমি তো একটা মোরগ? আমারও তো মোরগাধিকার আছে। কে দেবে এই মোরগাধিকারের নিশ্চয়তা ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.