'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
ছোট্ট একটি ফেসবুক গ্রুপ। নাম "আমরা খাটি গরীব"। শুধু ফান করার জন্যই প্রথমে খোলা হয়েছিলো গ্রুপটি। গত শীতে হঠাৎ ফান বন্ধ করে গ্রুপ থেকে নেয়া হলো একটি সিরিয়াস প্রজেক্ট। প্রজেক্টটা ছিলো এরকম, পুরো দেশ থেকে টাকা পয়সা শীতবস্ত্র সংগ্রহ করে বিলিয়ে দেয়া শীতার্তদের মাঝে।
তখন গ্রুপের সদস্য সংখ্যা মাত্র ১৬০০ জন। এই ১৬০০ মেম্বাররাই মাত্র কয়েকদিনে একটি অসাধ্য সাধন ক্রে ফেললো। পুরো দেশ থেকে সংগ্রহ হলো ৫০ বস্তারো বেশী শীতের কাপড়। আর প্রবাসীদের সাহায্য দেশ থেকে পাওয়া টাকা মিলে টাকার পরিমাণ দাড়িয়েছিল প্রায় 90 হাজার। টাকার অংকটা খুব বেশী না হলেও একেবারে কম নয়।
অন্তত ১৬০০ গ্রুপের একটি একটি ফেসবুক গ্রুপের জন্য অনেক। সব টাকা পয়সা আর সাহায্য বিতরণ করা হয়েছিলো কুড়িগ্রামের একটি অঞ্চলের শীতার্তদের মাঝে।
এখন আমাদের গ্রুপের সাদস্য সংখ্যা দাড়িয়েছে ২৪০০ জন। আমরা আবারো একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এবার পথশিশুদের ফল খাওয়ানো হবে।
আবারো গ্রুপের মেম্বাররা হাত বাড়িয়েছে সবার কাছে। প্লিজ যে যত পারেন একটু সাহায্য করেন। আমরা জানি আমরা এবারও নিরাশ হবো না। পথশিশুদের ফল খাওয়াতে সবাই এগিয়া আসবে।
সাহায্য পাঠানোর ঠিকানা
রোহিত হাসান কিসলু
ডাচ বাংলা ব্যাংক
একাউন্ট নম্বরঃ 110.101.97783
সাহায্য পাঠানোর শেষ তারীখ ১৬ জুন।
আমাদের গ্রুপের লিংকঃ Click This Link
রিলেটেড পোস্ট http://somewhereinblog.net/razybd/29065551
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।