মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে
আগুনের লেলিহান শিখা,জলন্ত নরক সম-
পুড়েছে প্রিয়া সেথা পুড়েছে প্রিয়তম।
অনেক স্বপ্নের মৃত্যুর মিছিলে,
মরেছে নারী-পুরুষ শীশু মেয়ে ছেলে।
বিষাক্ত ধোঁওয়া ছড়ায়ে বাতাসে
যমদুত যেনো খেলিছে আকাশে।
যেখানে ছিল প্রানের মেলা
কত কঁচি মুখ করিত যে খেলা।
নিমতলীর সেই সব অভিশপ্ত ঘরে,
স্মৃতিগুলি আজও তাই কেঁদে কেঁদে ফেরে।
ঝরে গেলো কত প্রান,শোয়া শতেক হবে,
এমন মৃত্যু কোথাও কে দেখেছে কবে?
নব বধু নয়া বর মেহেদী মেখেছে হাতে,
কে জানিত রক্তের দাগে মুছে যাবে রাতে।
স্বজনের পোড়া লাশ ভরে গেছে চারি পাশ,
বাসরের ফু্লে আর ছড়ায় না সুবাস।
চারিদিকে হাহাকার-সারি বাঁধা গণ কবর,
শোকার্ত মানুষের দল বেঁধেছে বহর।
কারো প্রিয় ছোট বোন কারো বড় ভাই,
বাবা মা পরিজন কেও বেঁচে নাই।
কাঁদিছে স্বজনেরা কাঁদিছে সারা দেশ,
নির্মম মরনের সেথা কাটেনি তো রেশ।
স্বজন পোড়ানো আগুন চিতার সমান,
গড়েছে বাসর সেথা আজ দুটি বোন।
নিয়তির দোলাচলে এ জীবন দুলে চলে,
হাসতে হবে তাই কান্না কে ভুলে।
যে চিতা জ্বলছে বুকে-পোড়াবে সে ধুঁকে ধুঁকে,void(1);
তবু-সাজবে বাসর,সাজাতে হবে নতুন রুপে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।