বন্ধ জানালা, খোলা কপাট !
চিতার ছালের আড়ালে শেকস্ পিয়র মুখস্ত করনেওয়ালা এক পদার্থবিদ (নিজেরে সে সেইরম ভাবে ) চিকা উদ্দেশ্যমূলকভাবে ব্লগ পরিবেশ উসকে দিচ্ছে । মিথ্যার বেসাতী ছড়াচ্ছে অবিরাম । এই পোষ্টের মন্তব্যের ঘরে চিতা ওরফে চিকার জন্য সবাই ঘৃণা রেখে যান । এভাবে লিখলেই হবে,-
'চিতার ছালের আড়লের চিকাটার জন্য করুণা আর ঘৃণা...'
ডাক্তার আইজুদ্দিন, হাসিব মাহমুদ, এস্কিমো, রাশেদসহ অন্তরালের আরো কতক সুবোধ ব্লগারের প্রচেষ্টাই মুক্তলেখা নামে ব্লগারদের লেখার একটি নেট সংস্করণ বেরিয়েছে । অনেকগুলো ভালো লেখা সেখানে একত্রে পাওয়া যাচ্ছে এটা আনন্দের কথা ।
এই উদ্যোগ সাধুবাদ পাবার যৌগ্য এ-কারণে যে, এভাবেই হয়তো ভার্চুয়াল এই লেখার জগত থেকে বেরিয়ে আসবে আমাদের আগামী দিনের কোন শক্তিমান কথা সাহিত্যিক । কবি । অনেক ভালো লেখা বাদ পড়েছে,(ধারণা করি) সময়ের অভাবে । অসংখ্য ভালো লেখাকে এক সঙ্গে জায়গা দেয়াটা এতো স্বল্প সময়ে সম্ভবও ছিলো না । লেখকদের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে ।
যারা অনুমতি দেননি তাদের লেখা প্রকাশ করা হয়নি, তাদের মতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ।
অথচ, এই চিতা ওরফে চিকা ব্লগারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বলে যে, এটিমের এই প্রকাশনায় লেখকদের অনুমতি নেয়া হয়নি । এটিমের পক্ষ থেকে বলা হচ্ছে, লেখা প্রকাশীত হওয়া কোন লেখক যদি এখনও আপত্তি জানান , তাহালে তার লেখা সরিয়ে দেয়া হবে । এখন পর্যন্ত সেরকম অভিযোগ কারী কোন লেখককে পাওয়া যায়নি ঈর্শ্বাপরায়ণ চিতা তবু থেমে নেই । তিনি বলছেন, কতক ব্লগার তাকে মেইল করে, জানিয়েছেন ।
প্রশ্ন হলো, - তিনি এই প্রকাশনার কে ? তাকে কে বা কারা মেইল করে আপত্তি জানাচ্ছে ? মুক্তলেখার প্রকাশককে ই-মেইল না করে তাকে ই-মেইল করা হচ্ছে, এই চরম হাস্যকর কথার মানে কি ? ভন্ডটা কেন তাদের নাম প্রকাশ করতে পারছেন না ?
চিতা ওরফে চিকার অবশ্য গোস্বা হওয়ার একটা কারণ খুঁজে পাওয়া যায় যে, তার কোন লেখা মুক্তলেখা নামের ই-বুকে স্থান পায়নি ! তাই বলে কি , এরকম নির্লজ্জ আচরণ করতে হয় ?
ভাল কিছু আমাদের সইনা । এটা রীতিমতন প্রবাদ পর্যায়ে চলে গেছে । ভাল এই উদ্যোগকে কলুষীত করতে চাইছেন, চিতার ছালের আড়ালের এই চিকাটা । তীব্র প্রতিবাদ তার এই ঘৃণ্য মুর্খতায় ।
তার ব্লগে প্রতিবাদ করাতে তিনি আমায় "মাওলানা সাব" উপাধি দিয়েছেন ।
আমি এতে ব্যথিত হয়েছি । আলেম-ওলামাদেরকে এইভাবে অপমান করা হচ্ছে বলে ।
চিতাকে প্রমাণ করতে হবে,-
*কিভাবে এবং কেন আমি মাওলানা ?
*কোন মাদ্রাসা থেকে আমি মাওলানা ডিগ্রি নিয়েছি ?
*কতো সালে ?
যদি তিনি প্রমাণ করতে না পারেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার এই অপচেষ্টার জন্য ।
প্রিয় ব্লগার বন্ধুরা, চিতার এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদে আপনাদের সঙ্গ একান্ত কাম্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।