আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান ক্রিকেট থেকে আউট হলো LBW out. বি: দ্র: পায়ের খেলা ফুটবল প্রেমীরা এখন আনন্দের সহিত ক্রিকেট উপভোগ করুন ।

নিত্য খুজে বেড়াই আমি আমাকে - পৃথিবীর আর প্রতিটি মানুষের মাঝে.........

অবশেষে পাকিস্তান ক্রিকেট থেকে ব্যান করা হলো লেগ বিফোর উইকেট (LBW) আউট প্রথাকে । অনেকে যেটাকে লাক বিফোর উইকেট নামেও মজা করে ডেকে থাকেন । এই লেগ বিফোর উইকেট বা লাক বিফোর উইকেট প্রথা বন্ধের কারণ যাই ই হোক না কেন এর ফলাফলটা কি? ক্রিকেটে কি অনেকটা ফুটবল ফুটবল মুড আনার চেষ্টা করা হচ্ছে ? হা হা । আমার কাছে কিন্তু বিষয়টা অনেকটা সেরকমই লাগছে । বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি এ নিয়ম চালু হয় তবে ব্যাটসম্যানরা রীতিমতো ক্রীজে দাড়িয়ে ফুটবল খেলা শুরু করে না দেন ।

ব্যাট আমার যেখানেই থাকুক বা না থাকুক দুই খানা পা সমান তালে চললেই হলো । আর যাই হোক টেস্ট ক্রিকেটে ব্যাট ফেলে দুই পা আগলে দাড়িয়ে থেকে সারাটা দিন কাটিয়ে দেওয়া তো আমাদের জন্য কোনো ব্যাপারই না । ম্যাচ ড্র করতে আমাদের আর ঠেকায় কে । জীবনে টেস্টে হারবো তো নাইই, টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার কোনরুপ হুমকির মুখেও পড়তে হবে না । আপাতত পাকিস্তানে সেই পায়ের কেরামতির শুরু দেখার অপেক্খায় ।

তবে ফুটবলপ্রেমীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনারা এখন মনের আনন্দে পাকিস্তানী ক্রিকেট দেখতে পারেন । কে জানে কিছুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটেও এই রকম পায়ের কেরামতি দেখতে পারবেন কিনা । ক্রিকেটের সংস্করণে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রান আউট ব্যান? Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.