আমাদের কথা খুঁজে নিন

   

নতুন রীতি: সবকিছু হবে একলগে....সিরিয়ালি



দেশে এবার মনে হয় নতুন কোনো রীতি চালু হলো। বিশেষ করে কোনো কিছু একটিতে শেষ হচ্ছে না । বিশেষ করে দুর্যোগের বিষয়গুলো । আগুন লাগছে একযোগে বেশ কয়েকটি । সড়ক দুর্ঘটনাও একযোগে ।

বাড়ি হেলছে তাও একের পর এক । সবই তো দেখছি একযোগে শুরু হচচ্ছে । এগুলো যদিও প্রাকৃতিক দুর্যোগ । মিডিয়া বণ্ধের বিষয়টি কি একই গ্রুপে পড়বে ? আচ্ছা দেশের নেগেটিভ বিষয়গুলো সব একসঙ্গে গনতান্ত্রিক উপায়ে ঘটে । আর কিছু কেনো ঘটেনা ? পজিটিভ কোনো কিছু ।

এই যেমন সরকার, বিরোধীদল একযোগে ঘোষণা দিলো চলছে .... চলবে । অলীক কল্পনা না করে প্রাকৃতিক এ দুর্যোগে এবং মিডিয়া কর্মীদের প্রতি সমমর্মিতা জানানো ছাড়া কিছু দেখিনা । যারা টাকার কুমির, যারা অন্যের ঘাড়ে পা রেখে বড় হয়ে যায়, (যদিও প্রকৃতির সেটাই নিয়ম) সে সব লোকের প্রতি ঘৃণা.... আর দলিতরা যারা খেটে খায় তাদের কাতারে দাঁড়িয়ে বলতে চাই আছি পাশাপাশি সবসময়.... সব জনতা আমরা .......সবাই এক। এ লেখার ওজনটা হালকা করতে তেলাপোকার খাদ্য ভাবনা নিয়ে লেখা একটি লিংক দিতে চাই....... View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.