আসসালামু আলাইকুম , আজ থেকে আমি আপনাদের ম্যাজিক টিচার , এবং আপনারা আমার ছাত্র । নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কিসের টিউটোরিয়াল এটি একটি ম্যাজিক টিউটোরিয়াল । এর সাহায্যে আপনি হয়ে যেতে পারেন একজন ম্যাজিশিয়ান । এই টিউটোরিয়াল টি পড়লে আপনি হয়ে যেতে পারেন জিরো থেকে হিরো । এর জন্য আপনাকে প্রথমে জানতে হবে কিছু কথা ।
ম্যাজিক হল এমন এক জিনিস যা দিয়ে দর্শকদের কে ফাকি দিয়ে এমন কিছু করা যা করা আসলে একদম অসম্ভব ।
ম্যাজিশিয়ান হল তারা যারা দর্শকদের ভালো মত ফাকি দিতে পারেন এবং হাত সাফাই দেখাতে পারেন । অর্থাৎ ম্যাজিশিয়ান সেই যে ম্যাজিক অর্থাত অসম্ভব কিছু ভণ্ডামি করে সম্ভব করতে পারেন
আজকে আমি আপনাদের যে ম্যাজিক টি দেখাব সেটি খুবই সহজ যা একটি বাচ্চাও করতে পারে আর যাদুটি হল বিস্কুটের যাদু ।
তাহলে আসুন শিখে নেইঃ
প্রথমে আপনি আপনার কোনো বন্ধুকে বলুন আমি ভাঙ্গা বিস্কুট জোড়া লাগিয়ে দিতে পারি আপনার বন্ধু নিশয় বলবে অসম্ভব । ও ঠিকাছে তাহলে প্রমান হয়ে যাক কি অসম্ভব আর সম্ভব ।
আপনি তাই বলে আপনার বন্ধুকে দুটি বিস্কুট আর একটি ঠঙ্গা জোগাড় করে দিতে বলুন । যদি সে জোগাড় করে এনে দেয় , তাহলে আপনি বিস্কুট দুটোকে ঠঙ্গার ভিতরে ঢোকান । এরপর একটি বিস্কুট অর্ধেক ভাঙ্গুন এবং তাকে খেতে দিন । সে ফেলার পর আপনি আরেকটি বিস্কুট কে আবার অর্ধেক করুন । এবং সেই টুকরো টি আবার তাকে খেতে দিন ।
সে এটিও খেয়ে ফেলার পর এবার ঠোঙ্গার মুখ বন্ধ করুন । এবার একটি মন্ত্র পড়ুন (যেমন ছু মন্তর ছু কাল বিড়ালের ঘু) এবার ঠোঙ্গার মুখ খুলুন আশর্য ব্যপার বিস্কুট দুটো জোড়া লেগে গেছে । কি করে সাম্ভব??????????????????????????????????????????
এইবার আসুন শিখে নেইঃ
আসলে আমি সবই ঠিক ঠাক করেছিলাম। কিন্তু শুধু মাত্র বিস্কুট গুলো দুটো ভেঙ্গেছিলাম না । আমি প্রথম বিস্কুট ভেঙ্গে বন্ধুর হাতে দিয়েছিলাম ।
এরপর বিস্কুট ভাঙ্গার অভিনয় করে সেই অর্ধেক ই ওকে খেতে দিয়েছিলাম!! । তারপর ঠোঙ্গাটা বন্ধ করলাম । একটা আন্দাজে মন্ত্র বললাম । আর দেখিয়ে দিলাম আমার কেরামতি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।