আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাশনে আমেরিকার নারী সমাজ



বিশ্বফ্যাশনের আধুনিকতার জন্মস্থান হলো ইতালির ফোরেন্স, রোম এবং ফ্রান্সের প্যারিস মহানগর। পোশাকজাতীয় ফ্যাশন এখানে জন্ম নিয়ে প্রচারিত ও প্রসারিত হয় আমেরিকায়। এই দেশে যত ফ্যাশন শো করা যাবে ততই খ্যাতি ও কদরের সীমানা বিস্তৃত হবে। শতবর্ষের ব্যবধানে নারীজগতে পোশাকি ফ্যাশনের মর্যাদা আজ অনন্য এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কয়েক বিলিয়ন ডলারের বাজার হচ্ছে আজকের পোশাকি ফ্যাশন।

প্রাচীন ফ্যাশনহাউসগুলো ইউরোপ ছাড়িয়ে বহু বছর আগেই মুক্তচিন্তা ও স্বাধীনতার প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’র মূর্তি স্থাপিত আমেরিকাতে স্থানান্তরিত হয়। চলমান বিশ্বের স্নায়ুকেন্দ্র বলে পরিচিত নিউইয়র্ক মহানগরে নতুন ফ্যাশনের সরব আগমন যেমন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে তেমনি ফ্যাশনহাউসগুলো প্রতিদিন উৎসব উৎসব আমেজে রমরমা থাকে। আবার ফ্যাশনবিষয়ক জাদুঘরের মিলনায়তনে চলে চমৎকার সব সংগৃহীত পোশাকাদি এবং ঐতিহাসিক আলোকচিত্রর প্রদর্শনী। সম্প্রতি তেমনি একটি ফ্যাশন শো-তে উপরোক্ত পোশাক মঞ্চে ঝলসে উঠেছে। যে পোশাকি ফ্যাশনে শুধু অভিজাত শ্রেণীর সৌখিনতাকেই ফুটিয়ে তোলেনি ৫/৬০ বছর আগেও, আমেরিকার কর্মজীবী, পেশাজীবী মহিলাদের ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক চেতনাকে ধারণ করেছিল।

অতীত হারিয়ে গেলেও তার গন্ধ-নির্যাস থেকে যায় বলেই আমাদেরকে আজও মোহিত করে। পাখির মতো আকাশে ওড়ার ইচ্ছে মানুষের আদিকাল থেকেই সক্রিয়। কিন্তু তার জন্য দরকার ওজনের ভারসাম্য রা ও গতিশক্তির। আমেরিকার রাইটব্রাদার্স আকাশের ওড়ার যান্ত্রিক বাহন উড়োজাহাজ উদ্ভাবন করে মানুষের ইচ্ছেশক্তিকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছিল। সেই থেকে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের গবেষণা চলে আসছে লাগাতার--কীভাবে বায়ু কেটে ও মধ্যাকর্ষণ শক্তির উপর ভারসাম্য রেখে শূন্যে চলাচল করা যায়।

তারই ফলশ্র“তিতে এখন উদ্ভাবিত হয়েছে জ্যাটপ্যাক! জেট-বিমানের কারিগরিকে কাজে লাগানো হয়েছে এই যন্ত্রটিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।