পোশাকের পালাবদলের সঙ্গে সঙ্গে যেমন পাল্টে গেছে এর আশপাশের অনুষঙ্গ, তেমনি পাল্টে গেছে মেয়েদের ওড়নাও। কিছুদিন আগেও যে দুটি কালার একসঙ্গে পরার কথা হয়তো চিন্তাও করা যেত না, আজকাল তরুণীরা হয়তো সে কালারগুলো মিশেলেও ওড়না কাঁধে ঝুলিয়ে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। একই রঙের সালোয়ার-কামিজ ওড়নার চেয়ে সালোয়ার-কামিজের রঙের বিপরীত রঙের কোনো ওড়না পরাই যেন আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে।
আবার কখনো সালোয়ার বা কামিজের প্রিন্ট, ব্লক বা ডিজাইনের ভেতরের কোনো একটি রং বেছে নিয়ে সেই রঙেরই ওড়না পরছে তরুণীরা। আর জিন্স-ফতুয়া পরলে তো এক রঙের বা কন্ট্রাস্ট কালারের কোনো ওড়না বেছে নিলেই মানিয়ে যায়।
থ্রিপিসের পাশাপাশি থাকছে বৈচিত্র্যময় রঙের তৈরি ওড়নার সমাহার। এসব ফ্যাশন হাউসে পাওয়া যাবে সুতি, সিল্ক, জর্জেট, মসলিন বা তাঁতের তৈরি ওড়না।
বাইরে থেকে গজ কাপড় কিনে সালোয়ার-কামিজ বানানোর পর ফ্যাশন হাউসগুলো ঘুরলেই পাবেন মানানসই কোনো ওড়না।
ওড়নাগুলোর ডিজাইনের মাধ্যম হিসেবে রয়েছে ব্লক, টাইডাই আবার কখনো বা চুমকি ডলারের কাজ।
এ ছাড়া এক রঙের ওড়নার পাশাপাশি স্ট্রাইপ, চুন্দ্রি বা সুতির সঙ্গে অন্যান্য উপাদানের তৈরি সিনথেটিক কোনো ওড়না।
ফ্যাশন হাউসগুলোর মধ্যে আড়ং, কে-ক্রাফট, বাংলার মেলা, সাদাকালো, রং, দেশালসহ অন্যান্য ফ্যাশন হাউসে শুধু ওড়না পাওয়া যাবে। দাম পড়বে ১৮০ থেকে ৪৫০ টাকার মধ্যে। এ ছাড়া গাউছিয়া, নিউমার্কেটেও তুলনামূলক কম দামে কিছু ওড়না পাবেন।
দাম পড়বে ৯০ থেকে ২০০ টাকা। যদি গরদ কাপড়ের তৈরি কোনো পোশাকের সঙ্গে পছন্দ মতো কোনো ওড়না খুঁজে না পান, তাহলে এক রঙের কোনো সুতি বা জর্জেটের ওড়না কিনে ওড়নার দুই পাশে লেস বসিয়ে নিন পোশাকের সঙ্গে মানিয়ে।
দেখবেন আপনার ওড়না সবার প্রশংসা কুড়াবে। এ ছাড়া সালোয়ার-কামিজ বানানোর পর এক রঙের কোনো ওড়না চাইলে ব্লক বা স্প্রে করিয়ে পোশাকে কিছুটা ভিন্নতা আনতে পারেন।
নিউমার্কেটের তৃতীয় তলায় শুধু ওড়নায় ব্লক বা স্প্রে করাতে খরচ পড়বে ৭০ থেকে ১৫০ টাকা। পোশাকের সঙ্গে মানিয়ে যে কোনো কালার বা ডিজাইনের ওড়নাই ব্যবহার করেন না কেন শুধু খেয়াল রাখবেন আপনাকে যেন তাতে বেমানান না লাগে।
নিজের ব্যক্তিত্বকে যথাযথভাবে উপস্থাপন করতে পোশাকের রং, ডিজাইন- এসব খুবই গুরুত্বপূর্ণ।
-রকমারি প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।