আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের কবিতা: সাইফ ইসমাইল



মানুষের কবিতা সাইফ ইসমাইল কবিতা লিখবো বলে গাঁট বেঁধে বসে পড়েছি ল্যাপটপে ভুলতে বসেছি নাওয়া খাওয়া আর প্রিয়তমার মুখ,,. দিনাতিপাতের ক্লান্তি কিংবা ছোট্ট সোনামনির আদুরে ডাক.. "বাবা খেতে আসো... আমি না খেয়ে বসে আছি তোমার জন্য" সবই বিস্মৃতির অতলে ক্রমশ:ই বিলীন হয়ে যাচ্ছে।. আজ কবিতা লিখতেই হবে... নজরুলের ভোরের পাখির মতো ডেকে ঘুমের বাড়িতে লাগাতে হবে আগুন,.. না খেয়ে একটি শিশুও ঘুমের নিবিঢ় কোলে ঢলে পড়বে না... তার বাবা দু'' মুঠো ভাতের জোগাড় করতে পারেনি ভাগাড় থেকেও... জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে অনেক আগেই... মহাশুন্য ছাড়িয়ে যাবে- এই তার চাওয়া. তোমার আদুরে ডাকে আমি সাড়া দেই কি করে বলো.. বাবা আমার তোমায় কোলে তুলে নিয়ে গোগ্রাসে গিলবো সুস্বাদু সব আয়োজন. মনোহর তরকারী.. পায়েস... পোলাউ... কোর্মা ভাবতেই ঘেন্না লাগছে... এতো নীচে নামবো বলে মহান প্রভু আমাদের গড়েছেন মানুষ করে! আশরাফুল মাখলুকাত!! না বাবা মানুষের কবিতা আজ আমায় লিখতেই হবে। ০৭ ই জুন, ২০১০ বিকাল ৩:০২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.