ওয়াশিংটনে অবস্থিত ভেনেজুয়েলার কূটনৈতিক মিশনে তার দেশের সরকারের আস্থাভাজন ক্যালিক্সতো ওরতেগাকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে জওয়া বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের জন্য একটি বার্তা। এতে করে তারা বুঝতে পারবেন যে, সর্বোচ্চ কূটনৈতিক কর্তৃপক্ষের প্রতিনিধির মধ্য দিয়ে ভেনেজুয়েলা তাঁদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ’
রোববার গণমাধ্যমে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে জওয়া একথা বলেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শীর্ষ বাণিজ্যিক অংশীদার থেকে যাওয়ার কারণেই তাদের সঙ্গে এই সম্পর্ক স্বাভাবিক করতে চাওয়া, বলেন জওয়া।
ভেনেজুয়েলার প্রয়াত নেতা উগো চ্যাবেসের ১৪ বছরের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটে।
এর জেরে দুই দেশই তাদের নিজ নিজ রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
এখন ভেনেজুয়েলা আবার ওয়াশিংটনে তাদের রাষ্ট্রদূত পুনর্বহাল করার পূর্ববর্তী পদক্ষেপ হিসাবে নতুন কূটনীতিক নিয়োগ করল বলে মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ সুগম হল।
ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি কয়েক মাসে বলে এসেছেন, সম্পর্কে শ্রদ্ধা বজায় থাকলে তিনি ওয়াশিংটনের সঙ্গে উন্নত সম্পর্ক চান। তবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ খুঁজছে বলেও অভিযোগ করেছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।