আগামীর স্বপ্নে বিভোর...
সম্প্রতি জানা গেছে, এবারের বিশ্বকাপ ফুটবল যে বলে খেলা হবে সেটি গত বিশ্বকাপে ব্যবহৃত বলের তুলনায় বেশ হালকা। বিশ্বকাপে গোলের সংখ্যা বাড়াতেই নাকি এরকম হালকা বল তৈরি করেছে এডিডাস। আর হালকা এই বলটির নাম দেয়া হয়েছে ‘জাবুলানি’। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘জাবুলানি’ শব্দটি আফ্রিকার জুলু আইল্যান্ডে ব্যবহার করা হয় ।
এর অর্থ উদযাপন করা। এ বলের ‘গ্রিপ’ অ্যান্ড ‘গ্রুভ’ প্রোফাইল ব্যবহার করা হয়েছে যার ফলে যে কোনো আবহাওয়াতেই একইরকম ফ্লাইট এবং গ্রিপ করা সম্ভব হবে।
ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাস জানিয়েছে, এটি ১১তম এডিডাস বিশ্বকাপ বল হবার কারণেই এতে ১১ টি আলাদা রঙ ব্যবহার করা হয়েছে। ১১ টি রঙ প্রতিটি দলের ১১ জন খেলোয়াড় ছাড়াও ১১টি দক্ষিণ আফ্রিকান অফিশিয়াল ভাষার অর্থ প্রকাশ করে।
জানা গেছে, বিশ্বকাপ শেষে এ বলটি এ বছরের ডিসেম্বরের ৫ তারিখ থেকে বাজারেও পাওয়া যাবে।
এ বলে বিশ্বকাপ খেলার বিষয়ে বিভিন্ন দেশ এবং খেলোয়াড়রা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। দেখা গেছে, গোলকিপাররা এ বলটি ‘বাজে’ বা ‘বাজারের সস্তা বল’ বলে সমালোচনা করলেও স্ট্রাইকাররা একে বেশ পছন্দই করেছেন।
খবরটা এখান থেকে কপি পেষ্ট করা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।