যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
একটা রিভলভার চাই আমার,
যদিও অস্ত্রের ঝনঝনানির সাথে পরিচিত নই আমি,
তারপরও চাই আমার;
আর সাথে মাত্র তিনটা গুলি।
উড়িয়ে দিব প্রথমেই অসহায় জনতাকে,
যারা কেবল দুঃখ বাড়ায় রাজা-মহারাজাদের।
দ্বিতীয় গুলি? লক্ষ্যচ্যুত হলে,
নির্বাসন হতে পারে ওদেরকে মারতে গিয়ে।
আর শেষটায়?
নিজের বিবেকটাকে বুক বরাবর,
পালানোর খেদ মিটে যাবে আমার চিরতরে।
একটা রিভলভার,
আর কোন দুঃখ নয়,
তিনটা গুলি,
আর কোন নিষেধাজ্ঞাও নয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।