আমাদের কথা খুঁজে নিন

   

সামু অনেক ভারী !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

খুব কষ্ট হচ্ছে ব্লগিং করতে । সামুতে ব্লগিং করা আর বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করা একই ধরা যায় । এত সময় যদি লাগে লোড হতে । আর এত সময় লাগে সব কিছু করতে তাহলে বিরক্তির চরমে পৌছায় । সামু মডা ব্লগার কর্তৃপক্ষ যারাই আছেন সংশ্লিষ্টরা একটু চেষ্টা করুন ব্যাপারটা সারানোর ।

পোষ্ট বা মন্তব্য করতে গেলেই এরর এর সম্ভাবনা থাকে । এত দ্রুত গতির নেট ব্যবহার করার পরও এই কচ্ছপ গতির ওয়েব গতির ওয়েব সাইট ব্যবহার করতে মুঞ্চায় না । চিন্তা করছি আমি অন্য ব্লগে শিফট হয়ে যাব । কারণ এখানে অনেক সমস্যা > পোষ্ট এডিটিং এর আধুনিকায়ন করা হয় না । > ছবি আপলোড এ আধুনিকায়ন করা হয় না ।

> ছোট খাট বাগ ঠিক করা হয় না । > মন্তব্য পর্যবেক্ষণের বাগ ঠিক করা হয় না । > বিভাগের লিংক এর বাগ ঠিক করা হয় না । > এছাড়া নিজস্ব ব্লগ পেইজ এর কাস্টমাইজড পদ্ধতি চালু করা হয় না । আরিল সাহেব( সামু মালিক) উনি কি একটু চোখ বুলিয়ে দেখতে পারেন না ।

উনার তো চোখ পরে ব্লগে কয় জন অনলাইনে ছিল নাকি না ! Click This Link ও Click This Link সামুর সীমাবদ্ধটা কোথায় ? এদের কি কোন টেকি পাবলিক নাই ব্যাপারটা পরিষ্কার করে । কারণ এতে ব্লগার বারছে তবে ভাবর্মূতিক্ষুন্ণ হচ্ছে । নতুন ব্লগাররা এর হয়রানি স্বীকার হয়ে অন্যান্য বাংলা ব্লগে ব্লগিং করছে । এমনকি আমি নিজেও । তবে আমি দীর্ঘ দিন সামু আছি বিধায় থেকে যাচ্ছি নচেৎ আমি নিজেও চলে যেতাম ।

এই ঠেলা গাড়ি বা লোকাল ট্রেনের সামু ভাল লাগে না । পোষ্টের সময় বা কমেন্টের সময় এরর আসলে বা পেইজই লোড না হলে কেমন লাগে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.