আমাদের কথা খুঁজে নিন

   

বাল্যবিয়ে বন্ধ হোক:



বর ও কনের বাবা-মাসহ চারজনের জেল জরিমানা: বাল্যবিয়ের অপরাধে নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামে আবারও বর ও কনের বাবা-মা’সহ চারজনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে সোমবার সন্ধ্যা ৭টায় ওই রায় ঘোষণা করেন। রায়ে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামের প্রাপ্ত বয়স্ক ছেলে আবদুল আলীকে (২৪) অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে করানোর অপরাধে তার বাবা আবদুল লতিফ, মা মরিয়ম নেছাকে এক হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধ এবং তার জন্মনিবন্ধন কার্ড বিকৃত করার অপরাধে কনের বাবা আবদুল কাদের, তার মা জহুরা খাতুনকে দেড় হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আদালতের আদেশের পর অভিযুক্তরা জরিমানার টাকা পরিশোধ করে সাজাভোগ থেকে রেহাই পান। আদালতসুত্র জানা গেছে, বর আবদুল আলী, বিয়ে পড়ানোর দায়িত্বপালনকারী মৌলভী, বিয়ের সাক্ষী এবং কাজী (নিকাহ রেজিষ্টার) পলাতক থাকায় তাঁদেরকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। তাছাড়া আদালত উক্ত বিয়েকে অবৈধ ঘোষণা করে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বর তাঁকে স্ত্রী হিসেবে দাবি করতে পারবে না নির্দেশনায় প্রদান করে। এর পর উভয়পক্ষ রায়ের ভিত্তিতে লিখিত অঙ্গীকার করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।