andharrat@জিমেইলডটকম
এতো ঠুনকো ভাবমূর্তি নিয়ে আমি কিভাবে বাচঁবো। কেউ মুখ ভেংচাইলেই আমার ভাবমূর্তি ভেসে যায়, হাত-পা ছুঁড়ে যাকে সামনে পাই তাকেই দু-ঘা বসিয়ে দেই অথবা টিপে ধরি টুঁটি। ঘরের ভিতর আমার ইজ্জত জ্ঞান খুব ঠনঠনে। বাইরের কেউ যদি আমাকে ন্যাংটা করে দেয় তবুও তার দিকে চেয়ে আমি "হাসি পুষ্পের হাসি।" আমি যখন চুরিতে কয়েকবার এক নম্বর
হয়েছিলাম বাইরের দরবারে তখনও আমার ভাবমূর্তি অটুট ছিল। ঘরের লোকদের এতো খানাপিনা করাই, আরাম খায়েশ পূরণ করাই অথচ তারাই আমাকে নিয়া হাসাহাসি করে, ফলে আমার সাধের ভাবমূর্তি চুরচুর করে ভেঙ্গে যায়। সেই জন্য আমি মহান সিদ্ধান্ত নিয়েছি আমি একটা লোহার ভাবমূর্তি বানাবো। তখন কেউ আর ভাঙতে পারবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।