"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। "
সুন্দর একটা দিন ছিল বাংলাদেশের। ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডসে বাংলাদেশ ক্রিকেটের আকাশে জ্বলমল করে জেগে উঠেছিল এক উজ্জ্বল সুরুজ। সেই সুর্যের আলোতে আবেগাপ্লুত কোটি কোটি বাঙ্গালীর মন আনন্দ থৈ থৈ করছিল একটু আগে।
হঠাৎই যথা নিয়মে সেই সুর্য অকালে অস্তমৃত হল।
খুব বেশি কিছু চাওয়ার ছিলনা জাতীয় ক্রিকেট দলের কাছে। জাস্ট একটা ড্র। লর্ডসের মাটিতে পরাক্রমশালী ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ড্র। তামিম-কায়েস যুনায়েদরা সেই স্বপ্নের ভিত রচনা করেছিল । কিন্তু বাঙ্গালীর সেই স্বপ্ন মাটি করে দিল আশরাফুল।
২৮৯/৩ থেকে হয়ে গেল ৩২৮/৫ !
আশরাফুল টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার। ম্যাচের এমন জ্বলমলে স্টেজ-এ এসে এই কি তার সিনিয়রটির প্রদর্শন। আশরাফুল কি হতে পারতনা দলের জন্য অন্যতম স্তম্ভ? কোথায় তার তার অভিজ্ঞতা ?
আশরাফুল কি পারতনা বলের লাইন এন্ড লেংথ বুজে ব্যাট চালাতে।
কাল সকালে যদি বাংলাদেশ ৭ উইকেট নিয়ে নামতে পারত তাহলে কেমন হত বাংলাদেশের সকালটা?
একজন অভিজ্ঞ প্লেয়ার কাছ থেকে মিডল অর্ডারে দল কি আশা করে তা কি আশরাফুল জানেনা?
যদি না জানে তাহলে দরকার নাই এমন অভিজ্ঞ প্লেয়ারের। মাঝে মাঝে জ্বলে উঠার কোন দাম নাই যদি না অগ্রজের তৈরি করা জয়ের সম্ভবনাময় পথে নিজের অভিজ্ঞতা ঢেলে দিয়ে জাতির বহুদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ না দিতে পারে..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।