ইরাকের রাজধানী বাগদাদের একটি জনপ্রিয় পার্কের কাছের এক ক্যাফেতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। পুলিশ ও হাসপাতাল সূত্রে গতকাল এ খবর জানা গেছে।
এই স্থানটি বাগদাদের মানুষের কাছে বেড়ানোর জন্য অত্যন্ত জনপ্রিয়। শহরটির মানুষেরা তাদের পরিবার নিয়ে এখানে বেড়াতে আসেন।
দুই মাস আগে একই জেলায় একটি শিয়া মসজিদে হামলায় ২৯ জন পুণ্যার্থী নিহত হওয়ার পর এটিই শহরটিতে চালানো সবচেয়ে ভয়াবহ হামলা। বাগদাদের উত্তরাঞ্চলীয় আল-কাহিরা নামক ওই জেলায় হামলাটি চালানো হয়।
জেলাটি শিয়া অধ্যুষিত। হামলায় শিশুরাও হতাহত হয়েছে। আহতদের পৃথক চারটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা আহমেদ জসিম বলেন, সেখানে (ক্যাফের অভ্যন্তর) অনেক মানুষ ভিড় করেছিল। আত্মঘাতী হামলাকারী ঠিক সেই ভিড়ের মধ্যেই বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বোমার বল-বিয়ারিংয়ের আঘাতেই হতাহতের ঘটনা ঘটেছে। ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।