নগরীর শিয়া এলাকাগুলোর মার্কেট এবং গাড়ি পার্কিং এর জায়গাগুলোতে সোমবার এ বোমা হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
সবচেয়ে মারাত্মক বোমা হামলাটি হয় সদর সিটিতে। এতে ২ সেনাসহ অন্তত ৭ জন নিহত হয়। বাগদাদের উত্তরে শুয়ালায় বোমা হামলায় নিহত হয় আরো ৬ জন।
এছাড়াও নিউ বাগদাদ, হাবিবিয়া, সাবা আল-বৌউর, কাজিমিয়া, সাব এবং উর সহ সুন্নি এলাকা জামিয়া এবং গাজালিয়াতে বোমা হামলা হয়েছে।
রোববার কয়েকদফা বোমা হামলায় ৪০ জন নিহত হওয়ার পর সোমবার ফের একযোগে ১৪ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।
হামলার দায় কেউ স্বীকার করেনি।তবে সুন্নি কট্টরপন্থিরা সম্প্রতি এ ধরনের হামলা চালাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।