ইরাকের দুটি পৃথকস্থানে বোমা হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে।
গতকাল রবিবার রাজধানী বাগদাদের দক্ষিণাংশে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়। এর মাত্র এক ঘণ্টা আগে ইরবিলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো ১১ জন নিহত হয় ।
পুলিশ জানায়, বোমায় বাগদাদের মুসায়াইব এলাকায় অবস্থিত আল-হুসাইন নামে শিয়া মসজিদটির ছাদ ধসে পড়ে। এতে আরো ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
এছাড়াও বাগদাদের কুর্দি অধ্যুসিত অঞ্চলে পরপর দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় আরো ২০ জন আহত হয়।
এই হামলায় হতাহতরা সবাই আসাইস নামে পরিচিত ইরাকি কুর্দি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।