নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় অন্ততপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, বরনো প্রদেশের ডিম্বা গ্রামের অধিবাসীরা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে অস্ত্রধারীরা তাদের হত্যা করে। সোমবার এই হামলা চালানো হয়। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংসতা শুরু করে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। এই হামলা সম্পর্কে দলটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।