সাতক্ষীরায় বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে নিহত জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং হত্যাকারীদের দল থেকে বহিষ্কারের দাবিতে সাতক্ষীরা জেলাব্যাপী আজ অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে হরতালের সমর্থনে সাতক্ষীরা শহরে মাইকিং করা হয়েছে।
আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি আবু জাহিদ ডাবলু বলেন, বিএনপির সব অঙ্গসংগঠন এবং আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির ডাকে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, আমান হত্যার সঙ্গে জড়িত জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের দল থেকে বহিষ্কারের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির কর্মী সম্মেলনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন আমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।