বাগেরহাটের শরণখোলায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড এবং নিহতের দুই ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান গতকাল এ রায় দেন। এদের মধ্যে উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও নিহত আ. লতিফের ভাতিজা খলিলুর রহমানকে মৃত্যুদণ্ড ও তার অপর ছেলে মো. সেলিম উদ্দিন এবং লতিফের দুই ছেলে জিলুর ও শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা যোগসাজশে জমি বিরোধ নিয়ে ২০০৩ সালের ৭ মে আবদুল লতিফ হাওলাদারকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে লাশ পরিত্যক্ত ডোবায় লুকিয়ে রাখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।