একজন রোহিঙ্গা মুসলিম নেতা বলেছেন, মিয়ানমার সরকারের হাতে পশুর মতো নির্যাতিত হচ্ছে দেশটির মুসলমানরা। নাম প্রকাশে অনিচ্ছুক এই রোহিঙ্গা নেতা ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজিনেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, 'মিয়ানমারে মুসলমানদের রক্ষার কোনো ব্যবস্থাই নেই, তাই আমরা খুবই আতঙ্কগ্রস্ত। আমরা এখানে কিছুই পাচ্ছি না, আমাদের সরকারই আমাদের বিরোধী।' রোহিঙ্গা নেতা এসব ক্ষোভ প্রকাশ করলেন যখন সম্প্রতি রাখাইনে ৪৮ জন রোহিঙ্গা মুসলিমকে উগ্র বৌদ্ধরা হত্যা করেছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তারা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিল শিশু ও নারী। সম্প্রতি আরাকানে রোহিঙ্গাদের কয়েক ডজন বাড়ি-ঘরও পুড়িয়ে দিয়েছে উগ্র বৌদ্ধরা। থাইল্যান্ডভিত্তিক বেসরকারি সংস্থা আরাকান প্রজেক্ট জানিয়েছে, আরাকানের বৌদ্ধ ও মিয়ানমারের সরকারি সেনারা মিলে কয়েক ডজন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে বলে তারা বেশ কয়েকটি সূত্র থেকে খবর পেয়েছেন। সাম্প্রতিক হত্যাযজ্ঞের এসব ঘটনায় অন্তত ২৪০ জন রোহিঙ্গা মুসলিম নিহত এবং এক লাখ ৪০ হাজারেরও বেশি গৃহহারা হয়েছে অথবা কারাগারের মতো অসহনীয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। ওই রোহিঙ্গা মুসলিম নেতা আরও জানিয়েছেন, সম্প্রতি উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের হুমকি দিয়ে বলেছে, তোমাদের এ দেশ ছেড়ে চলে যেতেই হবে, নতুবা তোমাদেরও অন্য মুসলমানদের ভাগ্য বরণ করতে হবে। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।