আমাদের কথা খুঁজে নিন

   

খালি ফেসবুক ফেসবুক! জাতিয় বীর রডিনের কথা কেউ কয় না

লেখতাম কম, পড়তাম তারচে' বেশী। কমেন্টাইতাম তারচে'ও বেশী। ব্লগীয় যাদু টোনা বান ইত্যাদি হৈতে মডারেটর মহোদয়গনের কাছে "নিরাপদ" আশ্রয় কামনা করি।

সামু যুদি এক্টা বাজার হৈত তাইলে এইখানে এখন ঢোকাই মুশকিল হৈত। ফেসবুকের লাইগা আহাজারির রোল উঠসে সামুর আক্কাশে বাত্তাসে।

আরে ভাইয়েরা (বুনেরা এহনো চুপচাপ আছে মনে হয়) আমার, ঐটাতো বন্ধ হৈসে সাময়িকভাবে। দুইদিন পরেই খুইল্যা দিব। আম্রিকান কোনো জায়ান্ট কম্পানির উপ্রে পারমানেন্ট নজরদারি বসানির হেডম কি বাংলাদেশের আছে না কোনোদিন হৈব? ভিক্কার পয়সার উপ্রে আমলা মন্ত্রীগো গাড়ি বাড়ি হয় যে দেশে। যাউকগা এই পুরান প্যাচাল। বিশ্বীদ্যালয়গুলাতে মাইরপিট হৈলে কি করে করতাপক্ষ? অনিরদিষ্টকালের লাইগা বন্ধ ঘুষনা করেনা? এইডা একটা ফর্মুলায় পরিনত হৈসে আরকি।

অনলাইনো বাইরে না এই ফর্মুলার। কাজেই চিল্লা পাল্লা কমান। আহেন আমরা এই কাহানির আরেকটা এসপেক্টের দিকে নজর দেই। মাহাবুব আলম রডিন। এক দুঃসাহসি বীরের নাম।

যে ব্যাক্তি পানিতে বাস কৈরা কুম্বিরের লগে লড়াই করে তার নাম। এই সামুবাসির মইধ্যে আছে কেউ যার এতবড় বুকের পাটা হৈব যে হাচুনি লেদাখার বিরুদ্ধে কিসু কৈব? পৈরা পৈরা োগামারা ঠিকি খাইব কিন্তু দেশের "মালিক"গো বিরুদ্ধে কিসুই কৈবোনা। প্রতি ৫ বছর পরপর সুরসুর কৈরা ভোটখানা গিয়া ঠিকি হয় এইটা নয় ঐটারে দিয়া আইবো। হয়তো বয়সে তরুন হওয়ায় রডিনের "দুরদৃষ্টি" এখনো পরিপক্ক হয়নাই। আমি সেই দুরদৃষ্টির কথা কৈতাসি যা বাংলাদেশে মানুষরে বানাইসে স্বার্থপর ভীতু, স্বৈরাচারীদের সহজ টার্গেট, শোষিত-নিষ্পেষিত কৃষক শ্রমিকের ঘাড়ের উপর দাঁড়িয়ে শোষনের টাকায় ভোগ বিলাসে মত্ত হবার মত ইতর।

কিন্তু রডিন হয়তো এখনো এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়নি। তাই সে দেশের দুই "নেত্রি"র আসল চরিত্র প্রকাশকারি ছবি এঁকেছে। একবারো ভাবেনি যে "সুদক্ষ" র‌্যাবসেনারা তার উপর এইকারনে অত্যাচার চালাতে পারে। বুশের প্রতি জুতানিক্ষেপকারি লোকটা সংগতকারনেই অনেকের কাছে হিরো হয়ে গিয়েছিল। সেই একি কারনে রডিনকেও কি বীর বা হিরো বলা যায় না? রডিনের মুক্তি চেয়ে পোস্টের পরে পোস্টতো দেকতাছিনা।

জনগন, মতামত প্রকাশ করেন (পারলে শালিন ভাষায়। আমার মতন অশালিন ভাষা ব্যাবহারায়েন্না কেউ। আমি একজন গোঁয়ার-গোবিন্দ অশিক্কিত মুরুক্কু (অ)মানুষ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.