আমাদের কথা খুঁজে নিন

   

আল্লার দোহাই লাগে বার্ন ইউনিটে রোগীর কেউ না হইল খালি খালি গিয়া লোকগুলারে জীবানুর আক্রমণে মাইরেন না।

Nothing Especial....

যে লোকগুলা পুড়ে গেছে আর ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট ভর্তি আছে সামান্য একটু জীবাণুর আক্রমণে মারা যেতে পারেন। এমনিতেই গায়ের চামড়া পুইড়া মানুষগুলা মরণের রাস্তায় আছে, বাচা মরা আল্লাহর ওয়াস্তে আসে। এখর আমরা যদি এদের দেখতে চাই, ভীড় করি তবে আমাদের থেকে জীবাণু ওনাদের দেহে ছড়াবে আর আরো বেশী মৃত্যূর দিকে চলে যাবে সব প্রিয়জনকে কাদিয়ে। যদি কিছু করতে চান দয়া করে টাকা পয়সা, ঔষুধ চিকিতসা দিয়ে সাহায্য করেন। আর কিছু না পাড়লে দোয়া করেন প্রার্থনা করেন। আজকেও পড়লাম যে চিকিতসার জন্য রোগীর আত্মীয়রা টাকা জোগাড় করতে পাড়তেছে না। একজন রোগীর কমপক্ষে ২-৩ হাজার টাকা প্রতিদিন লাগতেছে। তাই চলেন সবাই মিলা কাজের কাজ কিছু করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.