একই সঙ্গে প্রতিবছরই নিজের সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান বাবুর এই ছেলে।
শেখ হাসিনার সরকারে নতুন আসা সাইফুজ্জামান রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ”
চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে তার ১৫ কোটি ১৭ লাখ ১৫ হাজার ৪৫ টাকার সম্পদ রয়েছে। তার স্ত্রী রুখমিলা জামানের সম্পদের পরিমাণ ২ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৬৯৮ টাকা।
“আমার পেশা ব্যবসা।
মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর আমি নিজের সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছি। এখন একটি ব্যাংকের সঙ্গে আছি, সেখান থেকেও দু-একদিনের মধ্যে পদত্যাগ করব। ”
“আমি যেহেতু আমার প্রতিষ্ঠানগুলো থেকে পদত্যাগ করেছি এবং ব্যাংক থেকেও করব, তাই আমার সব সম্পত্তি স্ত্রীর দিকে চলে যাবে। ”
“তখন যেন বলবেন না আমার স্ত্রী কিভাবে এতগুলো টাকা পেল,” ঠাট্টাচ্ছলে বলেন সাইফুজ্জামান।
প্রতিমন্ত্রী হিসেবে নিজের কিছু ভবিষ্যত পরিকল্পনার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সাইফুজ্জামান।
বিশেষ করে জমি সংক্রান্ত মামলা নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধে ভূমি ব্যাংক (ল্যান্ড ব্যাংক) খোলার পরিকল্পনা জানিয়ে বলেন, “এই ব্যাংকের আওতায় খাস জমিগুলো থাকবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। ”
আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা ভূমি নিবন্ধনের বিষয়টি নিজের মন্ত্রণালয়ে আনতেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান সাইফুজ্জামান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।