একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
ধুর!! আজকে আমার স্ট্যাটাস এ bangladesh365tourism.com সাইটটার একটা লিংক দিয়েছিলাম। মূলত স্ট্যাটাস এ নিজের তৈরী করা সাইটের লিংক দেয়াটা খুবই কষ্টের! কেনোনা অনেকেই এটাকে নেগেটিভলি নেয়, অনেকেই ব্যাপারটাকে খুব ছোটো করে দেখে। তবে এতো কিছু ভেবে একটা ক্ষোভ নিয়ে স্ট্যাটাস টা দিয়েছিলাম। আজ বাসায় ফিরেই দেখতে ইচ্ছে হলো যে কেউ ঐ লিংকে লাইক মারছে কিনা। ওমা! ফেইসবুকেইতো যেতে পারছি না!! হায় হায়! মার্কেটিং!!
ভেবেছিলাম ফেইসবুকে এড দেয়ার যে অপশনটা ছিলো সেটা ব্যবহার করে আমার সাইটটার একটা ছোটোখাটো মার্কেটিংও করবো, কিন্তু ডিজিটাল হাসিনা আর সেই বিদ্রোহী ছেলেটা সব এলোমেলো করে দিলো!!!
সব প্লান ভেস্তে গেলো!!
দোষটা কি ডিজিটাল বাংলাদেশের, নাকি ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা শেখ হাসিনার নাকি ঐ ছেলেটার, কিছুই বুঝতে পারছি না!!!
--------------------------------------------------------
আমাদের কি হবে?
ব্লগওতো মনে হয় বন্ধ করে দিতে পারে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।