মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
মানুষের নৈতিকতার জন্য তো ধর্মের কোনো দরকার নেই,
দরকার মানবিকতা, সহমর্মিতা, শিক্ষা আর সামাজিকতার।
মানুষ যদি পরকালের দোজকের কথা ভেবে নৈতিক হয়,
সেই নৈতিকতার মধ্যে মহত্ত্ব থাকে কোথায়?_বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।
"কোনোকিছু জানাকে, ধর্ম না করে দিয়ে_শুধু ধর্মীয় জ্ঞানকে জানায়।
প্রশ্নকে, ধর্ম না করে দিয়ে_শুধু নিজেকে জানায়।
ধর্মের কাছে,
ঈশ্বরের কাছে_জানার জ্ঞানকে সমার্পণ না করলে_তাকে
জ্ঞান সমার্পণকারীরা নাস্তিক বলে।
কোনোকিছুর কাছে বা উপর জ্ঞান সমার্পণ করার মানেই হলো_জ্ঞান চর্চাকে সমূলে ধ্বংস করা"_শেখ রফিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।